shono
Advertisement
Bihar

ভরা স্টেশনে কিশোরী ও তার বাবাকে মেরে আত্মঘাতী যুবক! প্রেমের ব্যর্থতা থেকেই হত্যা?

ওভারব্রিজের উপরে রক্তস্নাত তিন দেহ ঘিরে ভিড় জমায় জনতা।
Published By: Biswadip DeyPosted: 11:21 AM Mar 26, 2025Updated: 01:33 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন সিনেমার দৃশ্য। পরপর গুলিতে লুটিয়ে পড়ল তিনজন। প্রথমে এক বছর ষোলোর কিশোরী এবং তারপর তার বাবা। শেষে আততায়ী নিজেকেও গুলি করলেন। মঙ্গলবাসরীয় সন্ধ্যার ভিড় স্টেশনে তিনটি গুলিবিদ্ধ মৃতদেহকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আততায়ী তরুণের। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই এই আক্রমণ।

Advertisement

ঘটনাস্থল বিহারের আরা স্টেশন। দুই প্ল্যাটফর্মের মধ্যবর্তী ওভারব্রিজে এই ঘটনা ঘটে। ভিড় জমে যায় জনতার। দেখা যায় পাশাপাশি পড়ে রয়েছে বাবা-মেয়ের দেহ। একটু দূরে পড়ে আততায়ীর দেহ। তিনটি দেহই রক্তস্নাত। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আততায়ীর পাশে পড়ে তাকা আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেন তদন্তকারীরা। তিনটি দেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, মৃত কিশোরীর বয়স ১৬-১৭ বছর। আততায়ীর বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে, ওই কিশোরী দিল্লি যাচ্ছিল বাবার সঙ্গে। সে এবং আততায়ী, সকলেই আরার বাসিন্দা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই হত্যা, তা এখনও পরিষ্কার নয়। তবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ানও। আশা করা হচ্ছে, শিগগির এই বিষয়ে আরও পরিষ্কার হওয়া যাবে।
প্রসঙ্গত, দিনদশের আগেই আরাতে প্রবল গুলি চালাচালির খবর মিলেছিল। তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন। একজনের মৃত্যুও হয়েছিল। এবার ভিড়ে ঠাসা স্টেশনে প্রাণ হারালেন তিনজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবাসরীয় সন্ধ্যার ভিড় স্টেশনে তিনটি গুলিবিদ্ধ মৃতদেহকে ঘিরে ছড়াল চাঞ্চল্য।
  • প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আততায়ী তরুণের।
  • সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই এই আক্রমণ।
Advertisement