shono
Advertisement

সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাজনীতি নয়, কংগ্রেসকে আবেদন বিজেপির

ভারতীয় সশস্ত্র বাহিনীর পুনর্গঠন করতে পারবেন রাওয়াতই, জানাল প্রতিরক্ষা মন্ত্রক৷ The post সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাজনীতি নয়, কংগ্রেসকে আবেদন বিজেপির appeared first on Sangbad Pratidin.
Posted: 11:32 PM Dec 18, 2016Updated: 06:07 PM Dec 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়ে দিল, সেনাপ্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতই যোগ্যতম ব্যক্তি৷ গতকালই, জেনারেল দলবীর সিং সুহাগের উত্তরসূরি হিসাবে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের নাম ঘোষণা করে কেন্দ্র৷ অন্যদিকে, নয়া সেনাপ্রধানের নিয়োগ নিয়ে বিরোধীদের অহেতুক জলঘোলা করতে মানা করল বিজেপি৷ দেশের প্রতিরক্ষার সঙ্গে কোনওরকম আপস করা হবে না, রবিবার সে কথা সাফ জানিয়ে দেওয়া হল দলীয় সূত্রে৷

Advertisement

গতকাল থেকেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি৷ তাঁদের অভিযোগ, সিনিয়রিটির বিচারে কেন নতুন সেনাপ্রধানকে বেছে নেওয়া হল না? কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি টুইট করেন, “লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি ও লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আলি হরিজকে বঞ্চিত করা হল কেন?” বস্তুত, লেফটেন্যান্ট জেনারেল বক্সি ভারতীয় সশস্ত্র বাহিনীতে বিপিন রাওয়াতের চেয়ে বেশিদিন ধরে কর্মরত৷ কিন্তু গত সেপ্টেম্বরে নয়া সেনাপ্রধান বাছতে বসে কেন্দ্র বক্সির নাম না ভেবে সাউদার্ন কমান্ড থেকে রাওয়াতকে বেছে নেয়৷

প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র এদিন জানিয়েছে, রাওয়াতই এমন একজন ব্যক্তি যিনি সেনাপ্রধান হিসাবে উত্তর-পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান সন্ত্রাসের মোকাবিলা করতে পারবে বলে মনে করে মন্ত্রক৷ লেফটেন্যান্ট জেনারেল রাওয়াত ভারতীয় সেনাবাহিনীর পুনর্গঠন এবং পশ্চিমী দেশগুলির সঙ্গে ‘প্রক্সি’ যুদ্ধের সঙ্গে মোকাবিলা করতে পারবেন বলেও আশাবাদী প্রতিরক্ষা মন্ত্রক৷

বিজেপির জাতীয় সচিব শ্রীকান্ত শর্মা এদিন চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন৷ তিনি বলেন, “জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে কংগ্রেস, সেই হীনমন্যতা ঢাকতেই নয়া সেনাপ্রধানের নিয়োগ নিয়ে অকারণে বিতর্ক তৈরি করছে তারা৷” তিনি আরও বলেন, “পরিস্থিতি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল রাওয়াতই সেনাপ্রধান হওয়ার যোগ্যতম ব্যক্তি৷” সেনাপ্রধানের নিয়োগ নিয়ে কংগ্রেসকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বিজেপি৷

The post সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাজনীতি নয়, কংগ্রেসকে আবেদন বিজেপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement