shono
Advertisement
Arunachal Pradesh

লাগাতার যৌন নির্যাতন, HIV আক্রান্ত হয়ে 'আত্মহত্যা' অরুণাচলের যুবকের, গ্রেপ্তার IAS আধিকারিক

তরুণের সুইসাইড নোটে নিজের নাম দেখে আত্মঘাতী হন আরেক আধিকারিক।
Published By: Amit Kumar DasPosted: 07:58 PM Oct 27, 2025Updated: 07:58 PM Oct 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচলে জোড়া আত্মহত্যার ঘটনায় পালিয়ে বেড়ানোর পর অবশেষে গ্রেপ্তার আইএএস আধিকারিক তালো পোটম। সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুইসাইড নোটে ওই আধিকারিকের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগ তুলেছিল মৃত যুবক। সেই ঘটনার তদন্তে নেমে অবশেষে গ্রেপ্তার করা হল অভিযুক্তকে।

Advertisement

জানা যাচ্ছে, গত ২৩ অক্টোবর অরুণাচলের বাসিন্দা সরকারি চুক্তিভিত্তিক কর্মী গোমচু ইয়েকার নামে ১৯ বছরের এক তরুণ আত্মঘাতী হন। নিজের সুইসাইড নোটে গোমচু তিকওয়াং লোয়াং নামে এক সরকারি ইঞ্জিনিয়ার ও ওই আইএএস আধিকারিকের নাম উল্লেখ করেন। জানান, দিনের পর দিন তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে। যার জেরে এইচআইভি আক্রান্ত হয়ে পড়েন গোমচু। শুধু তাই নয়, অর্থের লোভ দেখিয়ে প্রতারণা ও ভয় দেখানোর অভিযোগ করা হয় সুইসাইড নোটে। ঘটনা প্রকাশ্যে আসার পর নিজেকে গুলি করে আত্মহত্যা করেন লোয়াং নামের ওই ইঞ্জিনিয়ার। এর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন ওই আমলা। অবশেষে সোমবার তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির ওই আইএএস অফিসার গোমচু পিডব্লুডি বিভাগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ পাইয়ে দিয়েছিলেন। সেই সময় ইটানগরের ডেপুটি কমিশনার ছিলেন আইএএস অফিসার তালো পোটম। তরুণের দাবি অনুযায়ী, ওই দুই আধিকারিক দিনের পর দিন ব্ল্যাকমেল করছিলেন তাঁকে। এমনকী এইচআইভি আক্রান্ত হওয়ার পর এই ক্ষতির জন্য তাঁকে এক কোটি টাকা দেবেন বলেও জানিয়েছিলেন দুই সরকারি আধিকারিক। তবে টাকা চাইলে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পর আত্মঘাতী তরুণ ও সরকারি ইঞ্জিনিয়ারের দেহ ময়নাতদন্ত করা হয়েছে। পাশাপাশি গোমচুর এইচআইভি পরীক্ষাও করা হয়েছে। সেই রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারী আধিকারিকরা। এদিকে গ্রেপ্তারের পর আইএএস আধিকারিক তালো পোটমকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অরুণাচলে জোড়া আত্মহত্যার ঘটনায় পালিয়ে বেড়ানোর পর অবশেষে গ্রেপ্তার আইএএস আধিকারিক তালো পোটম।
  • সুইসাইড নোটে ওই আধিকারিকের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগ তুলেছিল মৃত যুবক।
  • গত ২৩ অক্টোবর অরুণাচলের বাসিন্দা সরকারি চুক্তিভিত্তিক কর্মী গোমচু ইয়েকার নামে ১৯ বছরের এক তরুণ আত্মঘাতী হন।
Advertisement