shono
Advertisement

দিল্লিতে ‘অপারেশন লোটাস’! সরকার ফেলতে টোপ বিজেপির, চাঞ্চল্যকর দাবি কেজরির

আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রত্যেকবার ইডি দপ্তরে হাজিরা এড়িয়েছেন আপ সুপ্রিমো। এই ইস্যুটিকে হাতিয়ার করে দল বদলের জন্য আপ বিধায়কদের ২৫ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি। এমনই অভিযোগ কেজরিওয়ালের।
Posted: 12:40 PM Jan 27, 2024Updated: 01:34 PM Jan 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের পর এবার দিল্লি! শুরু ‘অপারেশন লোটাস’? দিল্লির আম আদমি পার্টির সরকার ফেলতে ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। আপ বিধায়কদের শিবির পালটাতে বিপুল অঙ্কের টাকার টোপ দিয়েছে গেরুয়া শিবির। এমনটাই অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। 

Advertisement

আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রত্যেকবার ইডি দপ্তরে হাজিরা এড়িয়েছেন আপ সুপ্রিমো। এই ইস্যুটিকে হাতিয়ার করে দল বদলের জন্য আপ বিধায়কদের ২৫ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি। এমনই অভিযোগ জানিয়ে শনিবার এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লেখেন, “সম্প্রতি বিজেপি আমাদের ৭ বিধায়কের সঙ্গে দিল্লিতে যোগাযোগ করে এবং বলে, কয়েকদিনের মধ্যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে। তার পর বিধায়কদের দল ভাঙিয়ে নেওয়া হবে। দিল্লিতে আপের সরকার ভেঙে দেওয়া হবে। চাইলে আপনারাও আমাদের দলে যোগ দিতে পারেন। বিজেপির টিকিটে নির্বাচন লড়ার জন্য আমরা ২৫ কোটি টাকা দেব।’ বিজেপি দাবি করেছে, তারা ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমাদের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৭ জন বিধায়কের সঙ্গেই ওরা যোগাযোগ করেছে। বাকিরা দেখা করতে রাজি হননি।”  

[আরও পড়ুন: মেডিক্যাল মামলায় গোটা বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ, দুই বিচারপতির সংঘাতে সুপ্রিম নির্দেশ]

দিল্লির মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে আরও বলেন, “বিজেপি দিল্লির আপ সরকার ভাঙার চক্রান্ত করছে। আমাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি নেই তাদের। আমি কোনও আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হব না। কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাবে। গত ৯ বছরে ওরা বহুবার এই প্রচেষ্টা করেছে। কিন্তু কোনও লাভ হয়নি। ভগবান জানে, দিল্লির মানুষ জানে, আমরা কী কী করেছি। প্রত্যেকে আমাদের সঙ্গে আছে। আমাদের বিধায়করাও ঐক্যবদ্ধ। তাই ওরা চেষ্টা করছে মিথ্যা আবগারি দুর্নীতিতে জড়িয়ে আমাদের গ্রেপ্তার করতে। এইবারেও বিজেপির এই ঘৃণ্য উদ্দেশ্য সফল হবে না।”

বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন আপ নেত্রী অতিশী মারলেনাও। তাঁর অভিযোগ,পদ্মশিবির দিল্লিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছে। অতিশীর দাবি, “এক বিজেপি নেতার সঙ্গে আপ বিধায়কের কথোপকথন রেকর্ড করা আছে। সেখানে ওই নেতা বলেছেন কেজরিওয়ালকে কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করা হবে। দল বদলের জন্য টাকা দেওয়া হবে। এটাই বিজেপির এসওপি। এইভাবে ওরা মধ্যপ্রদেশ, কর্নাটক, অরুণাচলে সরকারের পতন ঘটিয়েছিল। যেখানে বিজেপি মনে করছে নির্বাচন জিততে পারবে না, সেখানকার নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে।”

এদিকে কেজরিওয়াল ও আপের সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে কেন্দ্রের শাসকদল। বিজেপি নেতা কপিল মিশ্র বলেন, “কেজরিওয়াল মিথ্যা বলছেন এবং এনিয়ে ৭বার এইরকম করলেন। কোন নম্বর থেকে ফোন করা হয়েছে, কোথায় বৈঠক হয়েছে, কে বা কারা যোগাযোগ করেছে এইসব কিছুই তিনি খোলসা করেননি। শুধু নিজের মতো বিবৃতি দিয়েছেন। বাকি সব কিছু লুকিয়ে রেখেছেন। এখন তাঁর সহযোগীরা জেলে। তিনি নিজে বারবার ইডির সমন এড়িয়ে যাচ্ছেন। উনি তো জানেন, ইডির প্রশ্নগুলোর কোনও উত্তর নেই তাঁর কাছে।”   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement