সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার বাড়ছে পেট্রোপণ্যের দাম। জ্বালানির মূল্য মেটাতে গিয়ে পকেটে ছ্যাঁকা লাগছে আমজনতার। এর মধ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari) হঠাৎ সংসদে গেলেন হাইড্রোজেন চালিত গাড়িতে চেপে। পেট্রল-ডিজেল (Diesel) চালিত গাড়ি একপ্রকার পরিত্যাগ করলেন তিনি। তাহলে জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা কি এবার কেন্দ্রীয় মন্ত্রীকেও নড়িয়ে দিল? প্রশ্ন তুলছেন বিরোধীরা।
যদিও কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, দেশকে আত্মনির্ভর করতে হলে পেট্রল-ডিজেলের বিকল্প জ্বালানির পথে হাঁটতে হবে। সেকারণেই হাইড্রোজেন চালিত গাড়ি ব্যবহার করা শুরু করেছেন তিনি। এটা অনেকটা পাইলট প্রোজেক্টের মতো। পেট্রোপণ্যের বিকল্প জ্বালানি হিসাবে হাইড্রোজেনের ব্যবহারকে উৎসাহ দিতে চায় সরকার। তাই তিনি নিজেই ‘ফুয়েল সেন্ট্রিক ইলেকট্রিক ভেহিকেল’ ব্যবহার করা শুরু করেছেন।
[আরও পড়ুন: শেষ মুহূর্তে IPL থেকে নাম তুলছেন ক্রিকেটাররা, কড়া পদক্ষেপের ইঙ্গিত বিসিসিআইয়ের]
গড়করি এদিন যে গাড়িতে চেপে সংসদ ভবনে যান সেই ‘ফুয়েল সেন্ট্রিক ইলেকট্রিক ভেহিকেল’ বা FCEV প্রথমবার ভারতের মাটিতে পা রাখল। এই গাড়িগুলির ব্যবহার শুরু হয়ে গেলে জ্বালানির খরচ অনেকটাই কমবে। হিসাবে বলছে, একবার হাইড্রোজেন ট্যাংক ফুল করে নিলে এই গাড়িগুলি ৬০০ কিলোমিটার পর্যন্ত চলবে। কিলোমিটার প্রতি খরচ কমে হতে পারে ২ টাকা পর্যন্ত। এই গাড়ির ফুয়েল ট্যাংক ভরতি করতে মিনিট পাঁচেক সময় লাগে। এই গাড়িতে দূষণও ছড়ায় কম।
[আরও পড়ুন: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, আইপিএলের প্লে-অফের ম্যাচ পাচ্ছে ইডেন!]
বিরোধীদের প্রশ্ন, এই হাইড্রোজেনের গাড়িতে চেপে কী বার্তা দিতে চাইছেন কেন্দ্রীয় মন্ত্রী? তিনি কি মেনে নিচ্ছেন মোদি সরকারের আমলে পেট্রল-ডিজেলের দাম আর কমবে না? প্রসঙ্গত, গত ন’ দিনে আটবার বেড়েছে জ্বালানির দাম। অর্থাৎ গত ৯ দিনে পেট্রল এবং ডিজেলের দাম বেড়েছে প্রায় সাড়ে ৫ টাকার আশেপাশে। সরকার যদি পদক্ষেপ না করে, এই মূল্যবৃদ্ধির ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। এসবের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী হাইড্রোজেন চালিত গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন।