shono
Advertisement

‘ওরা গডসের অনুগামী’, আতিক-হত্যায় গান্ধীর খুনিকে টেনে অভিযুক্তদের তোপ ওয়েইসির

কেন এক্ষেত্রে UAPA ধারায় মামলা রুজু করা হবে না, প্রশ্ন ওয়েইসির।
Posted: 09:07 PM Apr 21, 2023Updated: 09:07 PM Apr 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা আতিক ও আশরফকে হত্যা করেছে তারা নাথুরাম গডসের অনুগামী। এভাবেই উত্তরপ্রদেশের গ্যাংস্টার খুনের ঘটনায় কটাক্ষ করতে দেখা গেল ওয়েইসিকে। ওই হত্যাকাণ্ডের তিন মূল অভিযুক্তকে ‘জঙ্গি’ বলেও তোপ দাগলেন এআইএমআইএম সুপ্রিমো। প্রশ্ন তুললেন কেন এক্ষেত্রে UAPA ধারায় মামলা রুজু করা হবে না।

Advertisement

সংবাদমাধ্যমের উপস্থিতিতে পুলিশি ঘেরাটোপের মধ্যেই আতিক-আশরফকে হত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে । বিরোধীদের দাবি, যোগীর শাসনে গুন্ডারাজ চলছে রাজ্যে। এর মধ্যেই এবার আসরে নামলেন ওয়েইসি। তাঁকে বলতে শোনা গেল, ”কেন আতিক-আশরফকে যারা খুন করল তাদের ক্ষেত্রে UAPA ধারায় মামলা রুজু করা হচ্ছে না? কে খুনিদের অটোমেটিক আগ্নেয়াস্ত্র দিল? ৮ লক্ষ টাকার বিনিময়ে ওই অস্ত্র কেনার টাকা জোগাল কে? ওরা মৌলবাদী। গডসের (Nathuram Godse) পদাঙ্ক অনুসরণ করছে।” উল্লেখ্য, ‘৮ লক্ষ টাকা’র বিষয়টি জানিয়েছে পুলিশই। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পুলিশের তরফে জানানো হয়েছে খুনের অস্ত্র এসেছিল তুরস্ক থেকে। এর দাম ৮ লক্ষ টাকা। এবার সেই তথ্যকেই আক্রমণের হাতিয়ার বানালেন ওয়েইসি।

[আরও পড়ুন: গোধরায় সবরমতী এক্সপ্রেসে আগুন মামলায় ৮ সাজাপ্রাপ্তকে জামিন সুপ্রিম কোর্টের]

প্রসঙ্গত, গত সপ্তাহে আতিক-হত্যার (Atiq Ahmed) ঘটনায় থ হয়ে গিয়েছিল গোটা দেশ। চারপাশে পুলিশের কড়া নজরদারির মধ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতে এগিয়ে চলেছিলেন দুই ‘গ্যাংস্টার’। ঠিক তখনই তাদের মাথা লক্ষ্য করে পর পর গুলি চালায় এই দুষ্কৃতীরা। জানা গিয়েছে মোট ১৩ রাউন্ড গুলি চালানো হয়েছিল। কার্তুজ উদ্ধার হয়েছে ১০ রাউন্ড। ফিল্মি কায়দায় এহেন হত্যাকাণ্ডের পর প্রবল সমালোচনার মুখে যোগী আদিত্যনাথের সরকার। বিরোধীদের সুরে সুর মিলিয়ে এবার আক্রমণে বিজেপির বরাবরের সমালোচক ওয়েইসিও।

[আরও পড়ুন: জ্ঞানব্যাপী মসজিদে ওজুর অনুমতির আবেদন, গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement