কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উদ্ভাবনে আমেরিকা-চিনের থেকে পিছিয়ে ভারত? বেশ কিছুদিন ধরেই এই প্রশ্নটি ঘোরাফেরা করছিল বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
মঙ্গলবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে তিনি বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, “এআই উদ্ভাবনে ভারত নজির তৈরি করছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে নতুন নতুন এআই মডেল। ইতিমধ্যেই আমরা তার অসাধারণ ফল পাচ্ছি। তবে ক্ষেত্র বিশেষে আমাদের আমাদের আরও নতুন নতুন এআই মডেল তৈরি করতে হবে। এর ফলেই আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।” একইসঙ্গে ভারতে যে নতুন নতুন স্টার্ট আপ হচ্ছে, সেই কথাও এদিন ব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এআই উদ্ভাবনে আমেরিকা-চিনের থেকে পিছিয়ে ভারত - এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন আইবিএম-এর সিইও অরবিন্দ কৃষ্ণও। তিনি বলেন, “ভারতে শুধুই যে নতুন অ্যাপ্লিকেশন তৈরি করছে, তা নয়। বরং সেগুলির রক্ষণাবেক্ষণ এবং বিকশিত করাতেও আমরা জোর দিই।” তাঁর বক্তব্য, প্রতিটি প্রযুক্তিগত বিপ্লবে প্রথমে সেমিকন্ডাক্টরের উপর গুরুত্ব থাকে। এরপর তা অপারেটিং সিস্টেমের দিকে সরে যায়। তাঁর মতে, যারা নতুন ধরনের অ্যাপ, ডিজিটাল পরিষেবা ও উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করতে পারবে, তারাই ভবিষ্যতের বাজার দখল করবে।
