রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগ উঠলে কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্ত করতে পারে রাজ্য সরকারি এজেন্সিগুলি। সেজন্য আলাদা করে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তাৎপর্যপূর্ণ রায়ে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে একাধিক রাজ্যের সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের রাজনৈতিক টানাপোড়েন চলছে। সেই প্রেক্ষিতে এই রায় বেশ তাৎপর্যপূর্ণ।
মূল মামলাটি রাজস্থানের। সে রাজ্যের এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে রাজস্থানের সীমানায় কেন্দ্রের প্রকল্পেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। ওই আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করছে রাজস্থান পুলিশ। চার্জশিটও পেশ করা হয়েছে। নবল কিশোর মীনা নামের ওই আধিকারিকের দাবি ছিল, তিনি যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মী তাই একমাত্র কেন্দ্রীয় কোনও এজেন্সি তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারে। সিবিআইয়ের অনুমতি ছাড়া রাজ্য সরকারের পুলিশ বা এজেন্সি পারে না। কিন্তু রাজস্থান হাই কোর্ট তাঁর সেই যুক্তি খারিজ করে দেয়। ওই কেন্দ্রীয় সরকারি আধিকারিক এবার সুপ্রিম কোর্টে যান। সেখানেও কোনওরকম স্বস্তি তিনি পেলেন না।
শীর্ষ আদালতের বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিল, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীও যদি রাজ্যের সীমানার মধ্যে দুর্নীতিতে অভিযুক্ত হয়। তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত করার, মামলা দায়ের করার এমনকী চার্জশিট দায়ের করার এক্তিয়ারও রাজ্যের আছে। এ প্রসঙ্গে শীর্ষ আদালত একাধিক পুরনো রায়ের কথা উল্লেখ করেছে। প্রতিক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে রাজ্য সংস্থাকে তদন্তের অনুমতি দেওয়া হয়েছে।
শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্য টানাপোড়েনের জেরে একাধিক রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ উঠছে, বিরোধীদের দমন করতে তদন্তের নামে হেনস্তা করছে কেন্দ্রীয় সরকার। এবার সেই একই অস্ত্র পেয়ে গেল রাজ্যগুলিও। ফলে এবার থেকে আরও সাবধানতার সঙ্গে কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও।
