অর্ণব আইচ: মণিপুরে (Manipur) ভয়ংকর ঘটনা। অসম রাইফেলসের (Assam Rifles) এক জওয়ান গুলি চালালেন সহকর্মীদের উপর। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৬ জওয়ান। এর পর নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত জওয়ান। গুরুতর আহত জওয়ানদের চিকিৎসার জন্য সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চতর কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ মণিপুরের সাজিক তাম্পাক এলাকায় এই ঘটনা ঘটেছে। অসম রাইফেলসের এক জওয়ান আচমকাই তাঁর ৬ সহকর্মীর উপর গুলিবৃষ্টি করেন। শেষে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। পুলিশ আধিকারিকদের দাবি, রাজ্যের জাতি সংঘর্ষের সঙ্গে এই ঘটনার কোনও রকম সম্পর্ক নেই। অভিযুক্ত এবং আহত ৬ জওয়ান মণিপুরের অধিবাসী নন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে কোনও রকম প্রোরোচনায় পা দিতে বারণ করা হয়েছে।
[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]
উল্লেখ্য, গত বছর জম্মু-কাশ্মীর সীমান্তে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান সহকর্মীদের উপর গুলি করেন। ওই ঘটনায় বেশ কয়েক জন জওয়ান আহত হন। মণিপুরে একই ধরনের ঘটেছে বলে দাবি সেনার।