shono
Advertisement

ত্রিপুরায় লালদুর্গের পতন, সরকার গড়তে চলেছে বিজেপি: LIVE আপডেট

শুধুমাত্র মেঘালয়েই টিকে রয়েছে কংগ্রেস! বাকি দুই রাজ্যেই জোর টক্কর দিচ্ছে বিজেপি। The post ত্রিপুরায় লালদুর্গের পতন, সরকার গড়তে চলেছে বিজেপি: LIVE আপডেট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:11 AM Mar 03, 2018Updated: 04:35 PM Sep 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের তখত কোন দিকে ঝুঁকবে- তা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। পড়ুন LIVE আপডেট। [সব তথ্য সংবাদ সংস্থা এএনআই সূত্রে।]

Advertisement

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। বিকেলের মধ্যে জানা যাবে চূড়ান্ত ফলাফল।

সকাল ১১টা ৪৫ মিনিট: নাগাল্যান্ডেও সরকার গড়বে বিজেপি, সাংবাদিক বৈঠকে বললেন রাম মাধব।

আগরতলায় সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির রাম মাধব একরকম বলেই দিলেন, ত্রিপুরায় সরকার গড়বে বিজেপি।

সকাল ১১টা ৩০ মিনিট: ত্রিপুরায় বিজেপির জয় নিশ্চিত  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও দলের সর্বস্তরের কর্মীদের ধন্যবাদ জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জয় নিশ্চিত জেনে ত্রিপুরাতে শুরু হয়েছে বিজেপি কর্মীদের আবির খেলা।

নাগাল্যান্ডেও সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপি, জানাল নির্বাচন কমিশন।

সকাল ১০টা ৫০ মিনিট: পালটে গেল সব হিসাব নিকেশ! গণনার মধ্যভাবে বামেদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল বিজেপি। নির্বাচন কমিশন জানাচ্ছে, ত্রিপুরায় ৪৭টি আসনের মধ্যে ২৫টিতে এগিয়ে বিজেপি। বামেরা এগিয়ে ১৬টি আসনে।

সকাল ১০টা ৪০ মিনিট: মেঘালয়ে সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে কংগ্রেস। ৪৯টি আসনের মধ্যে ২০টি আসনে এগিয়ে কংগ্রেস। ১১টিতে এগিয়ে এনপিপি। ৬টি আসনে এগিয়ে ইউডিপি। মাত্র ৪টি আসনে এগিয়ে বিজেপি।

সকাল ১০টা ৩০ মিনিট: নাগাল্যান্ডে ২৬টি আসনের মধ্যে ১১টিতে এগিয়ে এনপিএফ। ৫টি আসনে এগিয়ে বিজেপি।

তবে ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী মানিক সরকার এখনও এগিয়ে। ধানপুর কেন্দ্রে তাঁর লিড ১৬৮২ ভোটের। সবমিলিয়ে এখনও পর্যন্ত যা ফল তাতে ত্রিপুরাতে এগিয়ে বিজেপি জোট, নাগাল্যান্ডে জোর টক্কর দিচ্ছে বিজেপি। আর মণিপুরে এগিয়ে রয়েছে কংগ্রেস।

বেলা ১০.টা ১৫ মিনিট: ত্রিপুরাতে বিজেপি সরকার গঠন করবে, আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী হিমন্ত বিশ্বাস শর্মা।

পালটা বৃন্দা কারাটের দাবি, ‘আমরা ত্রিপুরাতে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী। আমাদের লিড আরও বাড়বে।’

বেলা ১০টা: ত্রিপুরাতে এখনও পর্যন্ত ২৯টি আসনের ট্রেন্ড বোঝা যাচ্ছে। ১৩টি আসনে এগিয়ে বামেরা। ১২টিতে এগিয়ে বিজেপি। চলছে জোর লড়াই।

নির্বাচন কমিশন জানাচ্ছে, মেঘালয়ের ৩২টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১২টিতে এগিয়ে কংগ্রেস। ৮টিতে এগিয়ে এনপিপি। ৪টিতে এগিয়ে ইউডিপি। বিজেপি এগিয়ে মাত্র ২টি আসনে।

নাগাল্যান্ডে ২৪টির মধ্যে ১০টিতে এগিয়ে এনপিএফ। ৩টি আসনে এগিয়ে এনপিপি। বিজেপি এগিয়ে ৫টি আসনে।

সকাল ৯টা ৪৫ মিনিট: বিজেপির রাম মাধব বলছেন, ‘ত্রিপুরাতে দারুন ফল করবে বিজেপি। ফল ভাল হবে নাগাল্যান্ডেও। আমাদের জোট ভাল লিড পাচ্ছে।’ উত্তর-পূর্বের তিন রাজ্যেই বিজেপির ভাল ফলের বিষয়ে আশাবাদী রাম মাধব।

সকাল ৯.৩০: নির্বাচন কমিশন সূত্রে খবর, ত্রিপুরাতে ৬০টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রে এগিয়ে বামেরা।

নাগাল্যান্ডে ৬০টি আসনের মধ্যে ১৩টির খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। সেখানে ৬টি আসনে এগিয়ে নাগা পিপলস ফ্রন্ট। ৩টি আসনে এগিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি। ২টিতে এগিয়ে বিজেপি।

মেঘালয়ে ৬০টি কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত ৭টিতে এগিয়ে কংগ্রেস। ৩টি আসনে এগিয়ে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি।

নাগাল্যান্ডে এনপিএফ এগিয়ে ২টি আসনে। বিজেপি-এনডিডিপি এগিয়ে একটি আসনে।

মণিপুরের শিলং পোলো গ্রাউন্ডে বড় পর্দা লাগিয়ে দেখানো হচ্ছে ভোটের ট্রেন্ড। উপচে পড়ছে মানুষের ভিড়।

[টাকা ফেরত চাইতে পারবেন না ঋণদাতারা, মার্কিন আদালতের রায়ে স্বস্তিতে নীরব]

মেঘালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। প্রতিটি গণনা কেন্দ্রের বাইরে পর্যাপ্ত বাহিনী রয়েছে আশ্বাস শিলংয়ের এসপি ডি মারাকের।

জয়ের বিষয়ে আশবাদী মেঘালয়ের কংগ্রেস প্রার্থী এইচএম সাংপলিয়াং। তাঁর বক্তব্য, মানুষের রায় জানতে চাই। মানুষ বদল চাইছেন।

ত্রিপুরার হাই প্রোফাইল নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশ। সেখানেও কড়া নিরাপত্তার মধ্যে চলছে গণনা।

[দুর্ঘটনা আরও কমাতে মুখ্যমন্ত্রীর নয়া দাওয়াই, ‘স্লো ড্রাইভ, সেভ লাইফ’]

The post ত্রিপুরায় লালদুর্গের পতন, সরকার গড়তে চলেছে বিজেপি: LIVE আপডেট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement