সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় এসে রামমন্দিরের তিন নম্বর গেট থেকে মাত্র ৫০ মিটার দূরে একটি হোটেলে উঠেছিলেন মহিলা। গিয়েছিলেন বাথরুমে। সেখানেই বিপত্তি! স্নানের সময় তাঁর অশ্লীল ভিডিও তোলার অভিযোগ উঠল হোটেলেরই এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের ফোন থেকে অভিযোগকারী মহিলা-সহ ওই অতিথিশালায় আসা অন্য মহিলাদের অশ্লীল ভিডিও পাওয়া গিয়েছে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সৌরভ তিওয়ারি। তিনি বহরাইচের বাসিন্দা। উত্তরপ্রদেশের রাম মন্দিরের কাছের ওই অতিথিশালায় কাজ করেন। মন্দিরের কাছে হওয়ায় রামমন্দির তৈরি হওয়ার পর থেকে হোটেলটিতে ভিড়ও বাড়তে থাকে। অভিযোগ সেই সুযোগে অনেক মহিলার স্নানের ছবি তোলেন অভিযুক্ত।
কী করে গুণধরের কীর্তি ফাঁস হল? ঘটনাটি শুক্রবারের। সেই সময় পরিবারের সঙ্গে ঘুরতে আসা এক মহিলা বাথরুমে স্নান করছিলেন। শৌচাগারের পাশে তিনি ছায়া দেখতে পারেন। এদিক-ওদিক তাকাতেই তিনি দেখতে পারেন বাথরুমের ফাঁক দিয়ে ভিডিও করছেন কেউ। তিনি চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসেন। তারপরই অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়।
খবর দেওয়া হয় পুলিশকে। সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের মোবাইল থেকে বহু অশ্লীল ছবি ও মহিলাদের স্নান করার মোট ১০টি ছবি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে।