shono
Advertisement

রাম জন্মভূমিতে মোদির মুখে নেতাজির নাম

হঠাৎ কেন নেতাজি স্মরণ প্রধানমন্ত্রীর?
Posted: 03:42 PM Dec 30, 2023Updated: 05:34 PM Dec 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর মুখে নেতাজির (Netaji) নাম! তাও আবার রামের শহর অযোধ্যায় দাঁড়িয়ে সুভাষ বোসকে (Netaji Subhas Bose) স্মরণ করলেন নরেন্দ্র মোদি। ৩০ ডিসেম্বর ভারতের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিলেন তিনি।

Advertisement

শনিবার অযোধ্যায় বিমানবন্দর ও স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিনই ১৫ কিলোমিটার রোড শো’র মধ্য দিয়েই বিজেপি কার্যত লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন তিনি। বিমানবন্দরের কাছে জনসভা থেকে বক্তব্য রাখেন। সেই বক্তব্যের একেবারে শুরুর দিকেই নেতাজির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: কলকাতায় ভাগবত, দুর্গাপুরে দত্তাত্রেয়, হিন্দুত্বের হাওয়া তুলতে লোকসভার আগে তৎপর RSS?]

শনিবার, ৩০ ডিসেম্বর অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন স্টেশনেরও। কিন্তু ৩০ ডিসেম্বর দিনটিই কেন বেছে নিলেন মোদি? এই তারিখটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরলেন তিনি। তাঁর কথায়, “৩০ ডিসেম্বর ঐতিহাসিক দিন। ১৯৪৩ সালে এদিনই আন্দামানের পোর্ট ব্লেয়ারে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।” স্বাভাবিকভাবেই অযোধ্যায় গিয়ে নেতাজিকে স্মরণের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছে রাজনৈতিক মহল। তাঁদের ধারনা, রাম জন্মভূমিতে দাঁড়িয়ে ‘রাম রাজ্যে’র কথাই তুলে ধরতে চাইলেন প্রধানমন্ত্রী। সুশাসন, নৈতিকতার পাশাপাশি দেশাত্মবোধ আবেগকেও উসকে দিতে চাইলেন। সেই আবেগ উসকে দিতে মোদির হাতিয়ার নেতাজি। শুধু কি তাই? লোকসভার নির্বাচনের আগে অযোধ্যায় দাঁড়িয়ে নেতাজির নাম নিয়ে কি বাংলাকে বার্তা দিলেন মোদি? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। 

[আরও পড়ুন: রাইমার সিনেমা দেখতে বলছেন মোদি, লোকসভা ভোটের আগে কেন এই টোটকা প্রধানমন্ত্রীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement