shono
Advertisement

Breaking News

মাটি নয়, পরিবেশবান্ধব গণপতি গড়েই চমক হায়দরাবাদে

মূর্তি নিয়ে কী বললেন শিল্পী? The post মাটি নয়, পরিবেশবান্ধব গণপতি গড়েই চমক হায়দরাবাদে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:21 PM Sep 12, 2018Updated: 04:21 PM Sep 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে দূষণের সমস্যা বাড়ছে গোটা দেশে৷ দূষণের মাত্রা বৃদ্ধির জন্য সাধারণ মানুষকেই দায়ী করেন পরিবেশবিদরা৷ দূষণমুক্ত সমাজ গড়তে পরিবেশ দিবসে নানা অঙ্গীকার নেন আমজনতা৷ কিন্তু তা আর পালন করা হয় কই? আসন্ন গণেশ চতুর্থীতে আবার নতুন করে দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করতে চলেছেন বেঙ্গালুরুর বাসিন্দা৷

Advertisement

[বড় গণেশ থেকে হতে পারে মারাত্মক বিপদ, ফের সতর্ক করল পুলিশ]

[‘বাহুবলী’ থিমে সিদ্ধিদাতা গণেশের মণ্ডপ, পুরুলিয়ার নিতুড়িয়ায় একটুকরো মুম্বই]

রাত পোহালেই গণেশ বন্দনা৷ দেশ জুড়ে জোরকদমে চলছে সেই প্রস্তুতি৷ এই মুহূর্তে বেঙ্গালুরুর ছবিটাও কিন্তু আলাদা নয়৷ চলছে লাস্ট মিনিটের কাজ৷ মণ্ডপ তৈরি, আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে জোরকদমে৷ কোন পুজো প্যান্ডেল কাকে চমক দেবে, সেই ভাবনায় রাতের ঘুম কেড়েছে পুজো উদ্যোক্তাদের৷ সত্য সাই ট্রাস্টের এবার চিন্তাভাবনা একটু অন্যরকম৷ দূষণকে রুখতে পরিবেশবান্ধব মূর্তির দিকেই ঝুঁকেছেন তাঁরা৷ আখ ও প্লাস্টার অফ প্যারিস দিয়েই তৈরি করা হয়েছে গণপতি বাপ্পার মূর্তির৷ সত্য সাই ট্রাস্টের সদস্য মোহন রাজ বলেন, ‘‘প্রতি বছরই আমরা নতুন কিছু করার চেষ্টার করি৷ দূষণের মাত্রা যখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তখন পরিবেশবান্ধব কিছু করারই চিন্তাভাবনা আসে আমাদের মনে৷ তাই গণপতি বাপ্পার মূর্তির জন্য আখ ও প্লাস্টার অফ প্যারিসকে বেছে নিয়েছে আমরা৷ প্রতিমা বিসর্জনের পর সাধারণত মাটি ও ব্যবহৃত রংয়ের জন্য জলজ প্রাণীর ক্ষতি হয়৷ কিন্তু এই মূর্তিটি বিসর্জনের জন্য কোনও জলজ প্রাণীরই সমস্যা হবে না৷’’ আখ দিয়ে গণপতি বাপ্পার মূর্তি তৈরি করছেন অবিনাশ নামে এক শিল্পী৷ প্রায় দেড় মাস ধরে কয়েকহাজার আখ দিয়ে মূর্তি তৈরি করা হচ্ছে৷ সত্য সাই ট্রাস্ট উদ্যোক্তাদের দাবি, গণেশ চতুর্থীর পর  ওই আখগুলি স্থানীয়দের মধ্যে বিতরণ করা হবে৷

[বাঙালির নতুন হুজুগ, মূর্তি বিক্রিতে বিশ্বকর্মাকে টক্কর গণেশের]

একটু অন্যরকমভাবে গণপতি বাপ্পার আরাধনায় মাতোয়ারা হয়ে উঠেছেন হায়দরাবাদের বাসিন্দারাও৷ কাগজ, মাটি-সহ নানা জৈব পদার্থ দিয়ে পরিবেশবান্ধব মূর্তি তৈরির পরিকল্পনা করেছেন বহু পুজো উদ্যোক্তারা৷ মূর্তি বিক্রেতা সতীশ কুমার বলেন, ‘‘চার বছর ধরে মাটির তৈরি সাধারণ গণেশ মূর্তি বিক্রি হচ্ছে কম৷ বর্তমানে পরিবেশবান্ধব মূর্তির চাহিদা বাড়ছে৷ কম দামে পরিবেশবান্ধব মূর্তি বিকোচ্ছেও দেদার৷’’ 

The post মাটি নয়, পরিবেশবান্ধব গণপতি গড়েই চমক হায়দরাবাদে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement