shono
Advertisement

মাঝনদীতে সেতুর স্তম্ভে ধাক্কা লঞ্চের! ছট ঘাট পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে নীতীশ

ছট ঘাট পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী।
Posted: 06:50 PM Oct 15, 2022Updated: 06:55 PM Oct 15, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও মতে প্রাণে বাঁচলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। শনিবার পাটনায় গঙ্গাবক্ষে লঞ্চে চেপে ছট ঘাট পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেই সময়ই আচমকা জেপি সেতুর স্তম্ভে গিয়ে ধাক্কা মারে বর্ষীয়ান রাজনীতিকের লঞ্চটি। অবশ্য লঞ্চের সব যাত্রীই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

কী করে ঘটল এমন দুর্ঘটনা? গঙ্গার জলস্তর বর্ষার সময়ে প্রতিবারই বেড়ে যায়। এবারও জল বইছে অনেক উপরে। এদিকে লঞ্চে প্রযুক্তিগত সমস্যাও ছিল বলে জানা গিয়েছে। তাই শেষ পর্যন্ত জলের তোড়েই সেটি গিয়ে পুলের গায়ে ধাক্কা খায়। পরে মুখ্যমন্ত্রী লঞ্চটি তীরে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, বিহারের সম্পদমন্ত্রী সঞ্জয় ঝা-সহ আরও অনেক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন লঞ্চে। তবে দুর্ঘটনায় কারও কোনও চোট লাগেনি বলেই জানা যাচ্ছে।

[আরও পড়ুন: রোহিত শর্মার ভক্তকে খুন বিরাট অনুরাগীর! গ্রেপ্তার করা হোক কোহলিকে, সরব সোশ্যাল মিডিয়া!]

এদিকে গতকালই নীতীশ জানিয়ে দিয়েছেন, তিনি বিহার-সহ গোটা দেশের উন্নয়নের জন্য কাজ করতে চান। এবং ভবিষ্যতে কখনও বিজেপির সঙ্গে আর জোট গড়ার দিকে হাঁটবেন না তিনি। সমস্তিপুরে এক ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধনে এসে এভাবেই গেরুয়া শিবিরকে আক্রমণ করেন তিনি।

নীতীশ বলেন, ”বিজেপির সদস্যরা অর্থহীন কথা বলেন। আমি ২০১৭ সালে ‘মহাগঠবন্ধন’ (মহাজোট) ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছিলাম ২০১৭ সালে। কিন্তু এখন আমি আবার মহাজোটেই ফিরে গিয়েছি। এরপর থেকেই বিজেপি আমাকে লাগাতার আক্রমণ করে চলেছে। ওরা চায় আমাদের সঙ্গে জোটসঙ্গীদের গণ্ডগোল হোক। আর আমরা অবসাদে ভুগতে শুরু করি।”

[আরও পড়ুন: ‘আমাদের তিন স্ত্রী থাকলেও সবাইকে সম্মান করি, কিন্তু হিন্দুরা…’, মিম নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement