shono
Advertisement
Bihar

বিহারে নর্তকীকে অপহরণ, জোর করে মদ্যপান করিয়ে গণধর্ষণ! সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতনের পর নর্তকীকে একটি ঘরে তালাবন্ধ করে পালান পাঁচ অভিযুক্ত।
Published By: Subhodeep MullickPosted: 08:04 PM Jan 13, 2026Updated: 08:17 PM Jan 13, 2026

প্রথমে নর্তকীকে অপহরণ। তারপর জোর করে মদ্যপান করিয়ে তাঁকে গণধর্ষণের অভিযোগ উঠল ছয় যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের পুর্ণিয়া জেলায়। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। দুই যুবক ওই নর্তকীকে অপহরণ করে এবং গাড়ি করে ২৫ কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত গুদামে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন চার যুবক। অভিযোগ, জোর করে তরুণীকে মদ্যপান করানো হয় এবং নাচতে বাধ্য করানো হয়। এরপরই ছয় যুবক তাঁকে গণধর্ষণ করে বলে দাবি নির্যাতিতার। শুধু তাই নয়, তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও দাবি করেছেন ওই তরুণী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতনের পর নর্তকীকে একটি ঘরে তালাবন্ধ করে পালান পাঁচ অভিযুক্ত। কিন্তু নেশায় এতটাই মত্ত ছিলেন যে বাকি এক অভিযুক্ত সেখান থেকে পালাতে পারেননি। ঘুমন্ত অবস্থায়  তিনি ঘরেই পড়েছিলেন। নির্যাতিতার দাবি, রাত ১২টা ১৫ মিনিট নাগাদ কোনও রকমে তিনি ওই যুবকের ফোন থেকে পুলিশে খবর দেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজা ভেঙে নর্তকীকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় তিনি সেখানেই পড়েছিলেন। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মত্ত যুবককেও। বর্তমানে সংকটজনক অবস্থায় নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ করছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement