shono
Advertisement

বিহারের স্কুলেও হিজাবে নিষেধাজ্ঞা! ‘ক্লাসই হতে দেব না’, হুমকি অভিভাবকদের

এই ঘটনায় তদন্তের নির্দেশ দিল প্রশাসন।
Posted: 11:29 AM Dec 03, 2023Updated: 11:29 AM Dec 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজাব বিতর্ক এবার বিহারে (Bihar)। সেখানকার এক সরকারি স্কুলে ছাত্রীদের ক্লাসের ভিতরে হিজাব খুলতে বলায় তাদের পরিবারের সদস্যরা হুমকি দিল স্কুল কর্তৃপক্ষকে। রাজ্যের শেখপুরায় চাঞ্চল্য ছড়াল এমন ঘটনায়।

Advertisement

জানা যাচ্ছে, উৎক্রমিত মধ্য বিদ্যালয়ের অধ্যক্ষ এই ঘটনায় অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিলেন। জেলার শিক্ষা আধিকারিক ওমপ্রকাশ সিং জানিয়েছেন, গত ২৯ নভেম্বর এই ঘটনা ঘটেছে। ঠিক কী হয়েছিল? ওমপ্রকাশের কথায়, ”স্কুলের শিক্ষকরা মুসলিম ছাত্রীদের হিজাব খুলতে বলেছিলেন ক্লাসরুমে। এর পরই তাদের অভিভাবকরা অধ্যক্ষকে জানিয়ে দেন, যদি হিজাব (Hijab) পরতে না দেওয়া হয় তাহলে তাঁরা স্কুলই চলতে দেবেন না!”

[আরও পড়ুন: বিক্রি হচ্ছে গরিবদের দেওয়া ‘বাংলার বাড়ি’! ‘বেআইনি কাজ’, গর্জে উঠলেন ফিরহাদ]

এই ধরনের হুমকিকে যে ভালো ভাবে নেওয়া হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তাও জানিয়েছেন ওমপ্রকাশ। শিগগিরি স্কুলটি পরিদর্শনে যাবেন ব্লক শিক্ষা আধিকারিক। তিনি তদন্ত করে রিপোর্ট জমা দিলে পরবর্তী পদক্ষেপ করা হবে। এই ধরনের কোনও আচরণ যে বরদাস্ত করা হবে না তা জানিয়ে ওমপ্রকাশ বলেছেন, ”ক্লাসে কোনও ধরনের পর্দা পরিধানের অনুমতি দেওয়া হবে না। যদি এই কারণে নিরাপত্তায় বিঘ্ন ঘটানো হয় তাহলে আইনি পথে যেতে হবে।”

[আরও পড়ুন: মধ্যপ্রদেশ-রাজস্থানে ভরাডুবির ইঙ্গিত, ‘ইন্ডিয়া’র দ্বারস্থ কংগ্রেস! তড়িঘড়ি বৈঠকের ডাক খাড়গের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement