shono
Advertisement
Rajya Sabha

পুরনো বন্ধু এখন শত্রু শিবিরে! রাজ্যসভায় বিরোধীদের সঙ্গে ওয়াকআউট বিজেডি সাংসদদেরও

বিজেপির সঙ্গে 'বন্ধুত্ব' রাখতে গিয়ে ভরাডুবি হওয়ার পরই বিরোধী শিবিরের বসার সিদ্ধান্ত বিজেডির।
Published By: Subhajit MandalPosted: 06:32 PM Jul 03, 2024Updated: 08:18 PM Jul 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় বিরোধী আসনে বসবে বিজেপির পুরনো বন্ধু বিজেডি। সেই সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল দলের তরফে। এবার সরকারিভাবে বিজেডির বিজেপি বিরোধিতার নমুনাও দেখা গেল। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে মোদির ভাষণের সময় ওয়াকআউট করল বিজেডিও (BJD)। এই প্রথম বিরোধী শিবিরের সঙ্গে ফ্লোর কো-অর্ডিনেশন করতে দেখা গেল তাঁদের।

Advertisement

টানা পাঁচবার ওড়িশার মুখ্যমন্ত্রীর কুরসিতে ছিলেন নবীন। এর মধ্যে গত ১০ বছর বিজেপি ওড়িশায় প্রধান প্রতিপক্ষ হলেও দিল্লির রাজনীতিতে কার্যত বিজেপির বি টিম হিসাবেই কাজ করেছে বিজেডি শিবির। এনডিএ বা তৎকালীন ইউপিএ কোনও শিবিরে না থাকলেও অসময়ে বিজেপিকেই সমর্থন করছে বিজেডি। বহু গুরুত্বপূর্ণ বিলেই মোদি (Narendra Modi) সরকার জগনের সমর্থন পেয়ে এসেছে।

[আরও পড়ুন: রেলগেট খোলা অথচ সিগন্যাল সবুজ, বরাতজোরে দুর্ঘটনা এড়াল কাঞ্চনকন্যা এক্সপ্রেস]

কিন্তু চব্বিশের নির্বাচনে ওড়িশায় ভরাডুবি হয়েছে নবীন পট্টনায়েকের দলের। লোকসভায় শূন্য হাতে ফিরতে হয়েছে বিজেডিকে। বিধানসভাতেও বিশ্রী ফল হয়েছে ওড়িশার প্রধান বিরোধী দলের। ১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় বিজেপি জিতেছে ৭৮টি আসন। বিজেডি নেমে এসেছে ৫১ আসনে। কংগ্রেসের দখলে গিয়েছে ১৪টি আসন। বিজেপির সঙ্গে 'বন্ধুত্ব' রাখতে গিয়ে এই ভরাডুবি হওয়ার পরই বিজেডি সিদ্ধান্ত নিয়ে নেয়, বিজেপির বি টিম হিসাবে কাজ করা আর নয়। এবার খোলাখুলি বিজেপির বিরোধিতা করাই অস্তিত্ব বাঁচিয়ে রাখার একমাত্র উপায়।

[আরও পড়ুন: মর্গে লাশের পাহাড়, হাথরাসে মৃত্যুমিছিল দেখে অসুস্থ পুলিশকর্মী, ২০ মিনিট পর মৃত্যু!]

বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) নেতৃত্বে ওয়াকআউট করে বিরোধীরা। তখনই দেখা যায় অন্য বিরোধীদের সঙ্গে বেরিয়ে যাচ্ছেন বিজেডির সাংসদরা। সরকারিভাবে বিজেডি বিরোধী শিবিরে নাম লেখানোয় কেন্দ্রের মোদি সরকারের উপর যে চাপ বাড়ল, সেটা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যসভায় বিরোধী আসনে বসবে বিজেপির পুরনো বন্ধু বিজেডি।
  • সেই সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল দলের তরফে।
  • এবার সরকারিভাবে বিজেডির বিজেপি বিরোধিতার নমুনাও দেখা গেল।
Advertisement