shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

বাংলা বলায় ভিনরাজ্যে 'নিগৃহীত' পরিযায়ী শ্রমিকরা, সংসদের অভিষেকের প্রশ্ন এড়াল কেন্দ্র

সংসদেও এই বিষয়ে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।
Published By: Suhrid DasPosted: 09:33 PM Dec 08, 2025Updated: 09:39 PM Dec 08, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: বাংলা বলায় বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। 'বাংলাদেশি' তকমা দিয়ে পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক করার ঘটনাও সামনে এসেছে। এই বিষয়ে প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কেন্দ্রকে প্রশ্ন করেছিলেন। সংসদেও এই বিষয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। যদিও সংসদে অভিষেকের প্রশ্ন এড়াল কেন্দ্র। অসংগঠিত শ্রমিকদের জন্য জাতীয় ডাটাবেস তৈরি হয়েছে। ই-শ্রম পোর্টাল চালু করা হয়েছে। সেই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে। কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকরা কেন নির্যাতনের শিকার হচ্ছেন? সেই বিষয়ে কোনও বার্তাই দেওয়া হল না!

Advertisement

সংসদে শীতকালীন অধিবেশন চলছে। বাংলা বলায় কেন্দ্র বিজেপিশাসিত রাজ্যে হেনস্থা হতে হচ্ছে? কেন বাংলার শ্রমিকদের 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' তকমা দেওয়া হচ্ছে? কেন বাংলাদেশে 'পুশব্যাক' করা হচ্ছে? সেই বিষয়ে তৃণমূল সাংসদরা সংসদের ভিতরে ও বাইরে সরব হচ্ছেন। এই বিষয়ে প্রশ্ন তুলে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে জবাব চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও তার কোনও উত্তরই দিল না কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। বাঙলাভাষীদের প্রতি হেনস্থার ঘটনা কি দেখতে পাচ্ছে না কেন্দ্র? সেই প্রশ্নও আরও একবার উঠল।

বীরভূমের সোনালি বিবি ও তার পরিবার দিল্লিতে কাজ করতেন। তাঁদের বাংলাদেশি অভিযোগে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। ছ'মাস বাংলাদেশে (তার মধ্যে তিনমাস জেলেবন্দি) থাকার পর সোনালি বিবি ও তাঁর নাবালক পুত্র মুক্তি পেয়েছেন। সম্প্রতি তাঁরা বীরভূমের বাড়িতে ফিরে এসেছেন। এদিকে তাঁর স্বামী-সহ আরও চারজন বাংলাদেশে রয়েছেন। তাঁরা কবে দেশে ফিরবেন, সেই সদুত্তর কেন্দ্রের তরফে দেওয়া হয়নি। দেশে ফিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সোনালি।

সংসদে গত অধিবেশনে অভিষেক পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন রেখেছিলেন। তাঁর প্রশ্ন ছিল দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ক’জন পরিযায়ী শ্রমিক রয়েছেন? সত্যি কি বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার জন্য ভিনরাজ্যে হেনস্তার শিকার হচ্ছেন? নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? সেসময়ও সেসব প্রশ্নের উত্তর দেয়নি কেন্দ্র। এবারও ওই প্রশ্ন এড়িয়ে গেল বিজেপি সরকার।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলা বলায় বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে।
  • 'বাংলাদেশি' তকমা দিয়ে পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক করার ঘটনাও সামনে এসেছে।
  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কেন্দ্রকে প্রশ্ন করেছিলেন।
Advertisement