shono
Advertisement

Breaking News

Mehbooba Mufti

'ইন্ডিগোয় ফেঁসে লক্ষ যাত্রী অথচ ১৫০ বছরের বন্দে মাতরমে ব্যস্ত মোদি', কেন্দ্রকে তোপ মেহবুবার

বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো দেশের মূল সমস্যার কথা তুলে ধরলেন মেহবুবা।
Published By: Amit Kumar DasPosted: 06:24 PM Dec 08, 2025Updated: 07:46 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় 'বন্দে মাতরম' নিয়ে আলোচনায় বিজেপি সরকারের বিরুদ্ধে তেড়েফুঁড়ে আক্রমণে নামলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। গোটা ঘটনাকে বিজেপির 'ভুয়ো আদর্শ' বলে তোপ দেগে মেহবুবা লিখলেন, এই ধরনের রাজনৈতিক নাটক চলতে থাকলে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও ইন্ডিগোয় লক্ষ যাত্রীর প্রভাবিত হওয়ার মতো গুরুতর সমস্যার কীভাবে সমাধান হবে? সরকার আজ ১৫০ বছরের পুরনো 'বন্দে মাতরম' নিয়ে সংসদে আলোচনায় ব্যস্ত, অথচ হাজার হাজার ইন্ডিগো যাত্রী বিপাকে পড়েছেন তারা সরকারের কাছে জবাব চায়।

Advertisement

সোমবার এক্স হ্যান্ডেলে বিজেপি ও মোদি সরকারকে একহাত নেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, 'সংসদ আজ ২০০ বছরের পুরনো বন্দে মাতরম গান নিয়ে ব্যস্ত, অথচ ইন্ডিগোর হাজার হাজার যাত্রী অসহায় অবস্থায় সরকারের জবাবের জন্য উৎসুক। এই সময় দেশের মানুষকে যে সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে তার সমাধানের পরিবর্তে এই আলোচনা আসলে বিজেপির ভুয়ো আদর্শের প্রতীক।' একইসঙ্গে বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো সমস্যা তুলে ধরে মেহবুবা বলেন, 'এই রাজনৈতিক নাটক কীভাবে দেশের মূল্যবৃদ্ধি কমাবে? কীভাবে বেকারত্ব দূর করবে? লক্ষ লক্ষ ভারতীয় যে সব সমস্যায় জর্জরিত, সেই সমস্যার সমাধান কীভাবে হবে?'

উল্লেখ্য, গত ৬ দিন ধরে গোটা দেশ জুড়ে বেহাল ইন্ডিগোর পরিষেবা। এই কয়েকদিনে বাতিল হয়েছে সংস্থার কয়েক হাজার উড়ান। বিমানসংস্থার অভ্যন্তরীণ সংকটে ভুক্তভোগী হয়েছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যেই কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা (ডিজিসিএ) নোটিস পাঠিয়েছে বিমান সংস্থার সিইও পিটার এলবার্সকে। ঠিক এই সময়ে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সংসদে বিতর্ক চলছে। প্রধানমন্ত্রী মোদি দুপুর ১২ টায় সরকারের পক্ষে এই বিতর্ক শুরু করেন। এরপর কংগ্রেসের পক্ষে গৌরব গগৈ এবং সমাজবাদী পার্টির পক্ষে অখিলেশ যাদব এই ইস্যুতে আলোচনায়। সংসদে প্রায় ১০ ঘন্টা ধরে চলবে বন্দে মাতরমের উপর বিতর্ক। এই ইস্যুতেই সোমবার সরব হলেন মেহবুবা মুফতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভায় 'বন্দে মাতরম' নিয়ে আলোচনায় বিজেপি সরকারের বিরুদ্ধে তেড়েফুঁড়ে আক্রমণে নামলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
  • গোটা ঘটনাকে বিজেপির 'ভুয়ো আদর্শ' বলে তোপ মেহবুবার।
  • লিখলেন, এই ধরনের রাজনৈতিক নাটক চললে দেশের মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও ইন্ডিগো সমস্যার কীভাবে সমাধান হবে?
Advertisement