shono
Advertisement

সংখ্যালঘু ভোট টানতে স্কুটার যাত্রা বিজেপির, ঘুরবে বাংলার ১৩ লোকসভা কেন্দ্রে

স্কুটার যাত্রা হবে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে।
Posted: 12:55 PM Jan 23, 2023Updated: 12:55 PM Jan 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র এক বছর পরেই লোকসভা নির্বাচন। টানা তিনবার জিতে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি (BJP)। তাই কোমর বেঁধে নির্বাচনী ময়দানে নামার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি বলেছেন, এবার নজর দিতে হবে সংখ্যালঘু ভোটারদের দিকেও। তাদের মন জয় করে বিজেপির ভোট পরিমাণ বাড়াতে হবে। সেই জন্য দেশের ৬০টি লোকসভা কেন্দ্রে স্কুটার যাত্রার পরিকল্পনা করেছে বিজেপি। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই যাত্রা করবে বিজেপির সংখ্যালঘু মোর্চা। প্রতি কেন্দ্রে অন্তত ৫ হাজার মানুষ এই যাত্রায় অংশ নেবেন বলে অনুমান দলীয় নেতৃত্বের।

Advertisement

বিজেপি সংখ্যালঘু মোর্চার (Minority Morcha) জাতীয় প্রেসিডেন্ট জামাল সিদ্দিকি বলেছেন, ইতিমধ্যেই সংখ্যালঘুদের কাছে টানার কাজ শুরু হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর (Narendra Modi) নির্দেশেই এই কাজে আরও তৎপরতা আনতে চলেছি আমরা। সিদ্দিকির মতে, “প্রধানমন্ত্রী চান আমরা যেন মানুষের সঙ্গে মিশে তাঁদের সমস্যার কথা শুনি। সরকার তাঁদের জন্য কী কী পরিকল্পনা করেছে, সেই কথাও সংখ্যালঘুদের কাছে পৌঁছে দিতে হবে। ভোট নয়, মানুষকে কাছে টানাই উদ্দেশ্য প্রধানমন্ত্রীর।”

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে গৃহবধূকে অচৈতন্য করে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার টিটিই]

সিদ্দিকি আরও জানিয়েছেন, এই কাজের জন্য ইতিমধ্যেই ৬০টি লোকসভা কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। সেখানেই জনসংযোগ বাড়াতে স্কুটার যাত্রা শুরু করবে বিজেপি কর্মীরা। সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই যাত্রায় অংশগ্রহণ করবেন। প্রতি লোকসভাকেন্দ্রে অন্তত ৫ হাজার মানুষ এই যাত্রায় অংশ নেবেন বলেই অনুমান বিজেপি নেতৃত্বের। স্কুটার যাত্রা ছাড়াও সুফি কনফারেন্সের আয়োজন করা হবে প্রতি লোকসভা কেন্দ্রে। শেষে ‘স্নেহ সম্মেলনের’ মাধ্যমে স্কুটার যাত্রার সমাপ্তি হবে। দিল্লির এই অনুষ্ঠানে সম্ভবত বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী।

ফেব্রুয়ারি মাসে বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। সেখানেই স্কুটার যাত্রার যাবতীয় পরিকল্পনা সেরে ফেলা হবে। এই যাত্রার জন্য দু’মাস সময় লাগতে পারে বলে প্রাথমিক অনুমান। জানা গিয়েছে, ৬০টি লোকসভা কেন্দ্রগুলির অধিকাংশই পশ্চিমবঙ্গ (West Bengal) ও উত্তরপ্রদেশে (Uttar Pradesh) অবস্থিত। এই দুই রাজ্যের ১৩টি লোকসভা আসনে স্কুটার যাত্রা করবে বিজেপি। তালিকায় রয়েছে রাহুল গান্ধীর নির্বাচনী কেন্দ্র ওয়ানড়ও।

[আরও পড়ুন: কেন্দ্র চাইলে এক মাসেই নেতাজি অন্তর্ধানের কিনারা, মত নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement