সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দিনে সব বিজেপি শাসিত রাজ্যেই চালু হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্যসভায় ইঙ্গিত দিয়ে দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, বিজেপি সব রাজ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায়। কিন্তু কংগ্রেসের তুষ্টিকরণের জন্য সেটা সম্ভব হচ্ছে না।
সংসদে সংবিধান নিয়ে আলোচনা প্রসঙ্গে একের পর এক ইস্যু ধরে কংগ্রেসকে তুলোধোনা করেছেন শাহ। তাঁর দাবি, ৫৫ বছরে কংগ্রেস ৭৭ বার সংবিধান সংশোধন করছে। আর সেটা হয় দলের স্বার্থে নয়তো তোষণের জন্য। শাহের অভিযোগ, যেদিন নেহেরু অভিন্ন দেওয়ানি বিধি চালু না করে মুসলিম পার্সোনাল ল' এবং হিন্দু কোড বিল পেশ করলেন, সেদিন থেকেই এ দেশে তোষণের রাজনীতির সূত্রপাত। শাহের প্রশ্ন, এক দেশে দুই বিধান কেন হবে? ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় আইন কেন? কংগ্রেসকে এ নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।
রাজ্যসভায় দাঁড়িয়ে শাহী ঘোষণা, বিজেপি ইতিমধ্যেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে। আগামী দিনে বিজেপি শাসিত সব রাজ্যে এই আইন কার্যকর করা হবে। কিন্তু কংগ্রেসের তোষণের রাজনীতি সেটার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শাহের স্পষ্ট ইঙ্গিত, কেন্দ্রীয়ভাবে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু না করা গেলেও রাজ্যে রাজ্যে আইন আনা হবে।
বিজেপির (BJP) বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে। ‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট।