shono
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশে আরও শক্তিশালী হবে গেরুয়া শিবির, বার্তা বিজেপি নেতার, ভর্ৎসনা সপাকে

সপা-র ‘পরিবারতন্ত্র’ নিয়ে তীব্র আক্রমণ বিজেপি সভাপতির।
Published By: Hemant MaithilPosted: 06:21 PM Dec 24, 2025Updated: 06:42 PM Dec 24, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু। আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে ২০১৭ সালের চেয়েও বড় সাফল্য পেতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিজেপি। সোমবার লখনউয়ে দলের রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এমনই কথা জানালেন উত্তরপ্রদেশ বিজেপি-র রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী। তিনি স্পষ্ট জানান, সবাইকে সঙ্গে নিয়ে একজোট হয়ে নির্বাচনী ময়দানে নামবে দল।

Advertisement

আগামী ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে ‘অটল জন্মশতবার্ষিকী উৎসব অভিযান’ শুরু হচ্ছে। পঙ্কজ চৌধুরী জানান, ২৪ ডিসেম্বর থেকে স্বচ্ছতা অভিযান শুরু হবে। ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রে ‘অটল স্মৃতি সম্মেলন’ ও সুশাসন সপ্তাহ পালিত হবে। এই বিশেষ দিনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লখনউয়ে নবনির্মিত ‘রাষ্ট্র প্রেরণা স্থল’ উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী মোদির উদ্যোগকে স্বাগত জানিয়ে পঙ্কজ চৌধুরী বলেন, ২৬ ডিসেম্বর গুরু গোবিন্দ সিং-এর পুত্রদের শাহাদাত দিবস বা ‘বীর বাল দিবস’ মর্যাদার সঙ্গে পালন করা হবে। স্কুল ও কলেজে তরুণ প্রজন্মের কাছে তাঁদের অমর বলিদানের কাহিনি পৌঁছে দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নে অখিলেশ যাদব ও ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ করেন তিনি। পঙ্কজ চৌধুরীর মতে, সপা-র পিডিএ (PDA) আসলে ‘পরিবার ডেমোক্রেটিক অ্যালায়েন্স’। তিনি বলেন, “বিজেপিতে যে কেউ যোগ্যতার নিরিখে সভাপতি হতে পারেন। কিন্তু সমাজবাদী পার্টির সভাপতি হতে গেলে তাকে নতুন করে জন্ম নিতে হবে।” আজম খান প্রবীণ হওয়া সত্ত্বেও কেন অখিলেশ মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই প্রশ্ন তুলে তিনি এ দিন বিরোধীদের পরিবারতন্ত্রের মুখোশ খুলে দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৭-এ আরও বড় জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে উত্তরপ্রদেশ বিজেপি।
  • লখনউয়ে দলীয় সম্মেলনে এমনই প্রত্যয় ব্যক্ত করলেন বিজেপি রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী।
  • সাংবাদিকদের প্রশ্নে অখিলেশ যাদব ও ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ করেন তিনি।
Advertisement