shono
Advertisement
Chhattisgarh High Court

আচমকা হাত ধরে কাছে টেনে 'ভালোবাসি' বললে মেয়েদের সম্ভ্রমহানি হয়, পর্যবেক্ষণ আদালতের

গ্রামাঞ্চলে এই ধরনের ঘটনা ভীষণই আপত্তিকর, পর্যবেক্ষণ উচ্চ আদালতের
Published By: Saurav NandiPosted: 05:14 PM Dec 24, 2025Updated: 06:28 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা রাস্তায় প্রকাশ্যে হাত ধরে কাছে টেনে 'আমি তোমাকে ভালোবাসি' বললে মহিলাদের সম্ভ্রমহানি হতে পারে। সম্প্রতি একটি মামলায় এমনটাই জানিয়েছে ছত্তিশগড় হাইকোর্ট। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, গ্রামাঞ্চলে এই ধরনের ঘটনা ভীষণই আপত্তিকর বলে মনে করা হয়।

Advertisement

ছত্তিশগড়ে এরকমই একটি ঘটনায় এক যুবককে তিন বছরের কারাবাসের সাজা দিয়েছিল নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল ছত্তিশগড় হাইকোর্টে। তাতে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন উচ্চ আদালতের বিচারপতি নরেশকুমার চন্দ্রবংশী। তবে ওই যুবকের সাজা কমিয়ে দিয়েছেন বিচারপতি। তিন বছরের পরিবর্তে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। হাইকোর্টে মামলা চলাকালীন জামিন পেয়েছিলেন ওই যুবক। এ বার বিচারপতি তাঁকে দ্রুত আত্মসমর্পণ করে এক বছরের কারাবাসের সাজা পূরণের নির্দেশ দিয়েছে।

রাস্তায় স্কুলফেরত একটি মেয়েকে হাত ধরে টেনে প্রেম নিবেদন করার অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার সময় তাঁর বয়স ছিল ১৯। পরে অভিযুক্তের বিরুদ্ধে সাবেক ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং পকসো ধারায় মামলা রুজু হয়। উচ্চ আদালতে মামলার শুনানিতে সরকারি আইনজীবীর বক্তব্য, সমস্ত তথ্যপ্রমাণ নজরে রেখে রায় দিয়েছে নিম্ন আদালত। যুবককে যে সাজা দেওয়া হয়েছিল, তা-ও যুক্তিগ্রাহ্য। পাল্টা যুবকের আইনজীবীর বক্তব্য, পকসো আইন অনুযায়ী, 'আমি তোমাকে ভালোবাসি' বলা কখনওই যৌন হেনস্থা নয়। যুবক মেয়েটির হাত ধরেছিলেন ঠিকই। কিন্তু তার মধ্যে কোনও যৌন চাহিদা প্রকাশ পেয়েছে, সে কথাও জোর দিয়ে বলা যাবে না।

এই সব বিষয় নজরে রেখেই যুবকের সাজা কমিয়েছে হাইকোর্ট। বিচারপতি জানান, যুবক মেয়েটির হাত ধরে টেনেছিলেন বটে। কিন্তু অন্য কোনও আপত্তিকর কাজ করেননি। তা ছাড়া ঘটনার সময় মেয়েটি কিশোরী ছিলেন কি না, তা-ও স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আচমকা রাস্তায় প্রকাশ্যে হাত ধরে কাছে টেনে 'আমি তোমাকে ভালোবাসি' বললে মহিলাদের সম্ভ্রমহানি হতে পারে।
  • সম্প্রতি একটি মামলায় এমনটাই জানিয়েছে ছত্তিশগড় হাইকোর্ট।
  • উচ্চ আদালতের পর্যবেক্ষণ, গ্রামাঞ্চলে এই ধরনের ঘটনা ভীষণই আপত্তিকর বলে মনে করা হয়।
Advertisement