সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে শুধু মুছে ফেলা নয়, তাঁর মতাদর্শকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে বিজেপি সরকার! সম্প্রতি এমনই অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রীর অভিযোগ, স্বাধীনতা সংগ্রামে নেহরুর ভূমিকা ও আধুনিক রাষ্ট্র নির্মাণে তাঁর অবদানকে বিকৃত করার এক ভয়ংকর ষড়যন্ত্র চলছে।
সম্প্রতি দিল্লির জওহর ভবনে নেহরু সেন্টার ইন্ডিয়ার সূচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনিয়া গান্ধী। সেখানেই তিনি বলেন, নেহরুর জীবন ও কাজ নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু ইচ্ছাকৃত বিকৃতি মেনে নেওয়া যায় না। এরপরই সুর চড়িয়ে তিনি বলেন, "আজকের শাসক দলের মূল লক্ষ্য হল নেহরুকে অপমান করা। তাঁকে মুছে ফেলাই শুধু নয়, স্বাধীন ভারতের যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত তিনি গড়েছিলেন সেটা ধ্বংস করতে চাইছে এরা।"
সোনিয়া আরও বলেন, নেহরু আধুনিক ভারতের স্থপতি। যে দৃষ্টিভঙ্গি নেহরু প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও গণতান্ত্রিক ভারতের মূল ভিত্তি হিসেবে টিকে রয়েছে। সেখানে, তথ্যের বিকৃতি, ভুল ব্যাখ্যা ও রাজনৈতিক উদ্দেশে ইতিহাস নতুন করে তৈরি চেষ্টা গ্রহণযোগ্য নয়। যদিও নিজের ভাষণে একবারের জন্য বিজেপি বা আরএসএসের নাম নেননি সোনিয়া। তবে তাঁর আক্রমণের লক্ষ্য যে সেদিকেই তা স্পষ্টভাবে বুঝিয়ে সোনিয়া বলেন, যারা এগুলি করছে স্বাধীনতা সংগ্রামে তাঁদের কোনও ভূমিকা নেই। এরা সংবিধান রচনাকে সমর্থন করেননি। এরাই গান্ধী হত্যাকে নৈতিক সমর্থন দিয়েছিল। আজ সেই হত্যাকারীদের অনুসারীদের মধ্যে একটি অংশ প্রকাশ্যে সেই কাজকে মহিমান্বিত করার চেষ্টা করছে।
উল্লেখ্য, কথায় কথায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে আক্রমণের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের বিরুদ্ধে। সম্প্রতি নেহরুর বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “পণ্ডিত জওহরলাল নেহরু জনগণের টাকায় বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন। তাঁর সেই প্রস্তাবের বিরোধীয় সরব হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সরকারি টাকায় তিনি বাবরি মসজিদ নির্মাণের অনুমতি দেননি।” যদিও কংগ্রেস স্পষ্ট জানিয়েছে, এই দাবি মিথ্যা। এহেন পরিস্থিতির মাঝেই এবার সরব হলেন সোনিয়া।
