shono
Advertisement

Breaking News

Omar Abdullah

'ভেন্টিলেশনে ইন্ডিয়া জোট', সোরেনের পরে এবার 'বেসুরো' ওমর আবদুল্লা

আবদুল্লার দাবি, এই জোট নিজের দোষে নীতীশ কুমারকে বিজেপির কাছে ঠেলে দিয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 04:41 PM Dec 06, 2025Updated: 05:42 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আশঙ্কার মেঘ ইন্ডিয়া ব্লকের অন্দরে। হেমন্ত সোরেনের পরে এবার বেসুরো জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিজেপি-র নির্বাচন লড়ার ক্ষমতাকে প্রকাশ্যে প্রশংসা করে আবদুল্লার দাবি, ভেন্টিলেশনে রয়েছে ইন্ডিয়া জোট। কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে কিছু নির্দিষ্ট প্রশ্ন করেছেন তিনি।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে এসে ন্যাশনাল কনফারেন্সের নেতা এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই জোটে থাকছেন কিনা সেই প্রসঙ্গ তিনি এড়িয়ে যান। আবদুল্লার দাবি, ইন্ডিয়া জোট ভেন্টিলেশনে রয়েছে। তাঁর দাবি, এই জোট নিজের দোষে নীতীশ কুমারকে বিজেপির কাছে ঠেলে দিয়েছে।

ইন্ডিয়া জোট গঠনের সময়ে নীতীশ কুমারের কাজকে প্রয়োজনীয় সম্মান দেওয়া হয়নি বলে তাঁর দাবি। এই কারণেই নীতীশ বিজেপির দিকে ঝুঁকেছেন বলে তাঁর মত। কংগ্রেসকে ঘুরিয়ে আক্রমণ করে আবদুল্লা বলেন, যে বৈঠকে নীতীশকে জোটের কনভেনর করার দাবি ওঠে, সেই বৈঠকে 'অন্য এক নেতা' এই দাবি খারিজ করে দেন।

তাঁর গলায় শোনা যায় হতাশার সুর। বিহার বিধানসভা নির্বাচনের ফল জোটকে ফের হতাশায় ডুবিয়ে দেয়। এই সময় এমন একজন নেতা দরকার যারা আমাদেরকে এই হতাশা থেকে টেনে তুলবেন। সোরেনের কথা মনে করিয়ে তিনি বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ইন্ডিয়ার অথবা বিহারের মহাজোটের অংশ ছিল না। তাঁর প্রশ্ন, "যদি, কাল তাঁরা চলে যান, তাহলে দোষ কার?"

পাশাপাশি রাহুল গান্ধীর ভোট চুরির প্রসঙ্গও উঠে এসেছে তাঁর কথায়। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারচুপি করা সম্ভব, এই কথা তিনি অবিশ্বাস করলেও, "নির্বাচনে অন্যভাবেও কারচুপি করা যেতে পারে"। তিনি আরও বলেন, "যারা বলে যে মেশিনে কারচুপি হয়েছে, আমি তাদের সমর্থন করি না।" আবদুল্লার দাবি, "এটা করার সবচেয়ে সহজ উপায় হল ভোটার তালিকায় কারচুপি করা অথবা নির্বাচনী এলাকা পুনর্নির্মাণ করা।" রাহুল গান্ধীর সাম্প্রতিক বিভিন্ন দাবির পক্ষেই যুক্তি দেন তিনি।

থারুরের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আবদুল্লার দাবি, তাঁর সরকারের ভালো কাজের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হলে তাঁর কোনও সমস্যা নেই। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার মানে এই নয় যে তিনি বিজেপি-র সঙ্গে জোট করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আশঙ্কার মেঘ ইন্ডিয়া ব্লকের অন্দরে।
  • বেসুরো জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
  • ভেন্টিলেশনে রয়েছে ইন্ডিয়া জোট।
Advertisement