সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৈলাস বিজয়বর্গীয় আর বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে। মাঝে মাঝেই বেফাঁস বয়ান দেওয়ার জন্য রীতিমতো ‘সুনাম’ অর্জন করে ফেলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা। ফের মহিলাদের নিয়ে কুকথা শোনা গেল তাঁর মুখে। এবার কৈলাস বললেন, যে সব মেয়েরা ‘নোংরা’ পোশাক পরেন তারা আসলে শূর্পনখার (Shurpanakha) মতো।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপে কৈলাসকে (Kailash Vijayvargiya) বলতে শোনা গিয়েছে, “আমাদের দেশে মেয়েদের দেবীর আসনে বসানো হয়। অথচ, সেই মেয়েরাই আজকাল দেখি নোংরা পোশাক পরতে। নোংরা পোশাক পরলে মেয়েদের দেবী তো মনে হয়ই না। মনে হয় শূর্পণখা।” এখানেই শেষ নয়, সোজা মেয়েদের ‘শরীর’ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা বলছেন, “ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন। তাহলে নোংরা পোশাক পরা কেন? ভাল পোশাক পরুন।”
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধি! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ, জানালেন কুণাল]
এখানেই শেষ নয়, বিজেপি নেতা সার্বিকভাবেই যুবসমাজের অবক্ষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, “আমি যখন দেখি ছেলেমেয়েরা ড্রাগসের নেশা করছে, তখন মনে হয় গাড়ি থেকে নেমে পাঁচ-সাতটা থাপ্পড় কষিয়ে দিই। আমাদের দেশ আজ সবদিক থেকে বিশ্বের সেরা। শুধু যুবসমাজ পিছিয়ে পড়ছে।” যুব সমাজকে বিপথে চালিত হওয়া থেকে রুখতে একটি ‘হনুমান চালিশা’ ক্লাব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন কৈলাস। তাঁর বক্তব্য, যে যুবসমাজ মাদকাসক্ত, তাঁদের আসক্তি থেকে দূরে সুস্থ জীবনে ফেরানোর চেষ্টা করবে এই সংগঠন।
[আরও পড়ুন: রাজ্যকে অন্ধকারে রেখে নির্দেশ! রাজভবনের চিঠি প্রত্যাহারের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্যর]
কৈলাসের অডিও ভাইরাল হতেই তেড়েফুঁড়ে আসরে নেমেছে বিরোধীরা। মধ্যপ্রদেশের এক কংগ্রেস (Congress) নেতা বলছেন, কৈলাস শুধু মেয়েদের নয়, গোটা যুবসমাজকে অপমান করেছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে।