সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্ধার হয়েছে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স। এমনটাই জানিয়েছে এএআইবি। যে হস্টেলের ছাদে বিমানটি আছড়ে পড়েছিল, সেখান থেকেই ব্ল্যাক বক্সটি উদ্ধার করা গিয়েছে বলে জানানো হয়েছে 'এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো'র তরফে।
এএআইবি-র এক দল এবং গুজরাট সরকারের ৪০ জন কর্মীর একটি দল একসঙ্গে মিলে তল্লাশি অভিযান চালিয়ে ওই 'ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার' তথা ডিএফডিআর অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রহস্য লুকিয়ে রয়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার এআই-১৭১-এর ‘ব্ল্যাক বক্স’-এ। কীভাবে ঘটল দুর্ঘটনা, তা জানতে এখন তাই নজর সেটির দিকেই। বিমান দুর্ঘটনার তদন্তে কেন এত গুরুত্বপূর্ণ এই ‘ব্ল্যাক বক্স’? সব প্লেনেই দু’রকমের ব্ল্যাক বক্স রাখা থাকে। এটাই নিয়ম। একটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। কোনও দুর্ঘটনা হলে এই দুই রেকর্ডিং থেকে কী ঘটেছিল সেটার একটা ছবি ভেসে ওঠে তদন্তকারীদের সামনে। ফ্লাইট ডেটা রেকর্ড থেকে পাওয়া যায় অক্ষাংশ-দ্রাঘিমাংশের হিসেব, কোনদিকে যাচ্ছিল বিমান, কত স্পিড ছিল এমন মোট ৮০ রকমের তথ্য পাওয়া যায়। প্রথমে মেটালিক স্ট্রিপে রেকর্ড হত বিমানের ভিতরের সব ঘটনা। যাতে জলে কিংবা আগুনের গ্রাসে পড়লেও নষ্ট না হয় তথ্য। পরবর্তীতে উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ড্রাইভ এবং মেমরি চিপ রাখা হয় ব্ল্যাক বক্সে।
বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
