shono
Advertisement

চেন্নাইয়ের আইওসি প্লান্টে প্রচণ্ড বিস্ফোরণ, মৃত ১

ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন।
Posted: 03:54 PM Dec 27, 2023Updated: 04:30 PM Dec 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল চেন্নাইয়ের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্লান্ট। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ কর্মী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন।

Advertisement

[আরও পড়ুন: মুরগির খামারে লুকনো ১৪ হাজার মদের বোতল! গ্রেপ্তার বিজেপি নেতা]

এদিন দুর্ঘটনাটি ঘটে টন্ডিয়ারপেটের আইওসি প্লান্টে। এই বিষয়ে দমকলবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ইথানল ভর্তি ট্যাঙ্কে যখন ঝালাইয়ের কাজ চলছিল তখন বিস্ফোরণটি ঘটে। তিনি আরও জানান, “দমকলবাহিনী পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছিল। আইওসিএলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপণ ব্যবস্থার সাহায্যেই আগুন নেভানো হয়।”

জানা গিয়েছে, ঘটনাস্থলেই ওই ঝালাইকর্মীর মৃত্যু হয়। গুরুতর আহত ওই ব্যক্তিকে প্লান্ট কর্তৃপক্ষ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে টা এখনও স্পষ্ট নয়।   

[আরও পড়ুন: ঘন কুয়াশায় দিল্লির দৃশ্যমানতা কার্যত শূন্য, বিঘ্নিত ট্রেন ও বিমান পরিষেবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement