মহারাষ্ট্রের পুর নির্বাচনে আজ শুক্রবার ২৯টি পুরসভার ফল (BMC Election Results 2026) ঘোষণা। প্রাথমিক ট্রেন্ড বলছে এশিয়ার ধনিতম পুর কর্পোরেশন বিএমসি বা বৃহন্মুম্বইয়ে বিজেপি এবং শিন্ডে সেনা জোট এগিয়ে। হাতে হাত মিলিয়ে জোড় লড়াই দিচ্ছে উদ্ধব ও রাজ ঠাকরের জুটি। এই লড়াইয়ে কংগ্রেস কার্যত নেই! মারাঠি মানুষের মনে ছাপ ফেলতে পারল না রাহুল গান্ধীর দল। অন্যদিকে, বিএমসি বাদে বাকি ২৮টি পুরসভায় কার্যত গেরুয়া ঝড় উঠেছে। উদ্ধব ঠাকরে তর্জন করলেও দাঁত ফোটাতে পারলেন না কোনও জায়গায়। আর মারাঠি মানচিত্র থেকে কংগ্রেস যেন উবে গিয়েছে।
২০২২ সালে বালাসাহেব ঠাকরে শিব সেনা দ্বিখণ্ডিত হয়। তারপর এটাই বিএমসি-র প্রথম নির্বাচন। প্রায় আট বছর পরে ভোট হল এই কর্পোরেশনে। বিশ্লেষকদের মতে, জয়ের পথে অনেকটা এগিয়ে বিজেপি প্রমাণ করল খণ্ডিত সেনা (উদ্ধব শিবির) এখন আর 'কিং মেকারে'র জায়গায় নেই।এবং বিএমসি-র দখলও এবার চলেছে বিজেপি জোট ছিনিয়ে নিয়েছে।
শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুর নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এটি গণতন্ত্রকে 'হত্যা' করার প্রচেষ্টা।
বিএমসি-তে মোট ২২৭ ওয়ার্ড। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০২টি আসনে এগিয়ে মহাজুটি (বিজেপি-শিন্ডে সেনা-আরপিআই)। অন্যদিকে, মহা বিকাশ আঘাড়ি (শিবসেনা (উদ্ধব), এমএনএস (রাজ ঠাকরে), এনসিপি (শরদ পওয়ার) এগিয়ে রয়েছে ৫৭ আসনে। মহাজুটির ১০২ আসনের মধ্যে বিজেপি একাই এগিয়ে ৭৩ আসনে, শিন্ডে-সেনা এগিয়ে ২৯ আসনে। অন্যদিকে, শিবসেনা (উদ্ধব) এগিয়ে ৫৩টি আসনে, এমএনএস ৩ এবং এনসিপি (শরদ পওয়ার) এগিয়ে ১ আসনে। কার্যত মুছে গিয়েছে গিয়েছে কংগ্রেস। রাজ্যের একসময়ের শাসকদল, বিএমসি নির্বাচনে মাত্র ৩ আসনে এগিয়ে।
মহারাষ্ট্রের মন্ত্রী এবং বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিল শুক্রবার বৃহন্নুম্বই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনে উদ্ধব এবং রাজ ঠাকরের মধ্যে জোট নিয়ে প্রশ্ন তোলেন। পাটিলের অভিযোগ ভোটাররা শিব সেনা (উদ্ধব)-মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (রাজ ঠাকরে) জোটকে জনকল্যাণের থেকে বেশি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জোট বলে মনে করছেন। তিনি বলেন, "ঠাকরে ভাইয়েরা এক হোক বা কংগ্রেস এবং এনসিপি হাত মেলাক, এটি জনগণের স্বার্থে নয়। মানুষ বুঝতে পেরেছে যে এটি তাদের নিজস্ব স্বার্থপর উদ্দেশ্যের জন্য।"
বিজেপি-শিব সেনা (একনাথ শিন্ডে) জোটের প্রতি আস্থা প্রকাশ করে পাটিল বলেন, মোট আসনের অর্ধেকের বেশি পেতে চলেছে মহাজুটি। বিএমসিতে প্রায় ১৩০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেন তিনি। পাটিল দাবি করেন, "এই সংখ্যা বাড়তে পারে কিন্তু কমবে না।"
অন্যদিকে, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুর নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এটি গণতন্ত্রকে 'হত্যা' করার প্রচেষ্টা। প্রাক্তন মুখ্যমন্ত্রী পুর কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনারকে বরখাস্ত করারও দাবি করেছেন। নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে যোগসাজশের অভিযোগ এনে রাজ্য নির্বাচন কমিশনার দীনেশ ওয়াঘমারেকে বরখাস্ত করার দাবি জানান উদ্ধব। তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী সংস্থা।
