মুম্বই থেকে থাইল্যান্ড ঘুরতে গিয়ে বিপাকে যাত্রীরা। বিমানবন্দরে তিন ঘণ্টা বসে থেকেও উড়তে পারছেন না পর্যটকরা। 'বিমান ওড়াবো না' সাফ জানিয়ে দিলেন পাইলট। এই অবস্থায় বিমানকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন যাত্রীরা।
জানা গিয়েছে, মুম্বই থেকে থাইল্যান্ডের ক্র্যাবিগামী ইন্ডিগোর (IndiGo Flight) বিমানে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার ভোর ৪.০৫ মিনিটে মুম্বই থেকে ক্র্যাবি উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগোর ৬ই ১০৮৫ বিমানটির। কিন্তু টানা তিন ঘন্টা বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকে বিমানটি। পাইলট সরাসরি জানিয়ে দেন তাঁর কাজের সময় পেরিয়ে যাওয়ায় তিনি বিমান ওড়াবেন না।
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিমানকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন বিমানের মধ্যে থাকা যাত্রীরা। থাইল্যান্ডে ছুটি কাটানোর পরিকল্পনা প্রায় ভেস্তে যাচ্ছে দেখে বিমানের দরজায় লাথি মারতে শুরু করেন কিছু যাত্রী।
নিজেদের বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, বিভিন্ন কারণে বিমান ছাড়তে দেরি হয়েছে। এর মধ্যে অন্যতম হল মুম্বই বিমানবন্দরে আসার সময় বিমানটির সময়ের তুলনায় দেরিতে নামা। পাশাপাশি বিমানবন্দরে ট্রাফিক বেশি থাকায় উড়তে পারেনি বিমান। এরসঙ্গেই রয়েছে পাইলটের কাজের সময় পেরিয়ে যাওয়ার বিষয়টি। ইন্ডিগো আরও জানিয়েছে, বিমানে থাকা দুই যাত্রী বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
ওই দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থা। গত বছর পরিষেবার সমস্যা নিয়ে মহাবিপাকে পরে ইন্ডিগো। বিমানে থাকা যাত্রীদের বার বার খাবার পরিবেশন করে শান্ত রাখার চেষ্টা করা হয় সংস্থার তরফে। অবশেষে তিন ঘণ্টা পরে বিমান ওড়ে মুম্বই থেকে। সকাল ১০টার বদলে দুপুর ১টায় ক্র্যাবি পৌঁছেছে বলে জানা গিয়েছে।
