shono
Advertisement

দিনেদুপুরে ভোটপ্রচারে সাংসদকে ছুরির কোপ, আতঙ্ক ভোটমুখী তেলেঙ্গানায়

আটক হামলাকারী।
Posted: 03:48 PM Oct 30, 2023Updated: 03:48 PM Oct 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটপ্রচারে বেরিয়ে আক্রান্ত সাংসদ। তেলেঙ্গানায় বিআরএস সাংসদকে কোপাল দুষ্কৃতী। সোমবার দুপুরের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভোটমুখী তেলেঙ্গানায়। যদিও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জেরা করে হামলার মোটিভ জানার চেষ্টা চলছে।

Advertisement

৩০ নভেম্বর তেলেঙ্গানায় (Telegana) বিধানসভা ভোট। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছে সব দলই। এবার সিদ্দিপেট জেলার দুব্বাক বিধানসভায় বিআরএসের টিকিটে প্রার্থী হয়েছেন সাংসদ কোঠা প্রভাকর রেড্ডি। এদিন প্রচার সারতেই দৌলতাবাদ মণ্ডলের সুরামপল্লি গ্রামে গিয়েছিলেন সাংসদ। প্রচারের মাঝেই তাঁকে ছুরির কোপ মারে এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী।

 

[আরও পড়ুন: ঝুলছে CBI খাঁড়া! ‘সুপ্রিম কবচ’ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারি]

সঙ্গে সঙ্গে কোঠা প্রভাকর রেড্ডিকে উদ্ধার করে গাজওয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিআরএস সাংসদকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেকেন্দ্রাবাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। আপাতত শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এদিকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: কাশ্মীরে ফের জেহাদিদের নিশানায় পরিযায়ী শ্রমিক, এবার খুন উত্তরপ্রদেশের যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement