shono
Advertisement
Jammu and Kashmir

এবার জম্মু ও কাশ্মীরেও বুলডোজার নীতি! সন্ত্রাস রুখতে বড় বার্তা উপরাজ্যপালের

জনগণ ও প্রশাসনকে যৌথভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা মনোজ সিনহার।
Published By: Amit Kumar DasPosted: 10:33 AM Nov 06, 2024Updated: 10:34 AM Nov 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ থেকে শুরু হওয়া বুলডোজার নীতি এবার লাগু হবে জম্মু ও কাশ্মীরে! মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। মঙ্গলবার বারামুলায় এক অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত হয়ে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন, যে বা যারা সন্ত্রাসবাদীদের সাহায্য করবে নিজের বাড়িতে জায়গা দেবে গুড়িয়ে দেওয়া হবে তাদের বাড়ি।

Advertisement

উপরাজ্যপাল সিনহা বলেন, 'শ্রীনগরে সাম্প্রতিক গ্রেনেড হামলা ও পরিযায়ী শ্রমিকদের হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কিছু ব্যক্তি এখানে শান্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে। কিছু বিদেশি শক্তির সেই ষড়যন্ত্রে এখানকার কিছু লোক সামিল হয়েছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাজ প্রশাসনের নয়, বরং এখানকার মানুষেরও দায়িত্ব। এই অপরাধীদের সমাজচ্যুত করতে হবে। যদি এখানকার জনগণ ও প্রশাসন যৌথভাবে এই লড়াইয়ে নামে তবে এই সন্ত্রাসবাদীরা পালানোর পথ খুঁজে পাবে না। জম্মু ও কাশ্মীর সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ জায়গা হিসেবে গড়ে উঠবে।'

সন্ত্রাসের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীকে কড়া পদক্ষেপের বার্তা দিয়ে উপরাজ্যপাল আরও বলেন, 'হিংসার জেরে এখানে ৪০ থেকে ৫০ হাজার নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছে। কড়া পদক্ষেপ ছাড়া এই ছবিতে বদল সম্ভব নয়। যারা নিরপরাধ মানুষকে হত্যা করছে। সেই সন্ত্রাসীদের যারা সাহায্য করছে তাদের কাউকে ছাড়া হবে না। যারা জঙ্গিদের সাহায্য করবে তাদের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এর ফলে হয়ত কিছু মানুষ চিৎকার করবে এখানে অন্যায় হচ্ছে। কিন্তু আমার মনে হয় এটাই ন্যায়। এবং আগামী দিনে এটাই হবে। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করতে হবে আমাদের। তা না হলে শান্তি আসবে না।'

উল্লেখ্য, বুলডোজার নীতির জন্ম যোগীর রাজ্য উত্তরপ্রদেশে। রাষ্ট্রের কোপে পড়া ব্যক্তিদের বিরুদ্ধে লাগাতার বুলডোজার অভিযান চালিয়েছেন যোগী আদিত্যনাথ। তাঁর এহেন পদক্ষেপের জেরে ‘বুলডোজার বাবা’ নামেও পরিচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ধীরে ধীরে যোগী সরকারের নীতিকে আপন করে নেয় দেশের বাকি বিজেপি শাসিত রাজ্যগুলি। রাষ্ট্র নিয়ন্ত্রিত যন্ত্রদানবের দাপট রুখতে এর পর পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। জানানো হয়, বুলডোজার নীতি ভারতীয় সংবিধান মূল চেতনা বা ভাবনার পরিপন্থী। কেউ অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়ি ভাঙা যায় না। এমন কোনও আইন নেই। বাড়ি ভাঙার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত। ভাঙলে সেই পদ্ধতিতে ভাঙতে হবে। ‘বেআইনি নির্মাণ’ ভাঙার যুক্তি দিয়ে বুলডোজার চালানো যায় না। এবার যোগীর সেই বিতর্কিত নীতি ভূস্বর্গে লাগু করার বার্তা দিলেন উপরাজ্যপাল মনোজ সিনহা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশ থেকে শুরু হওয়া বুলডোজার নীতি এবার লাগু হবে জম্মু ও কাশ্মীরে!
  • মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।
  • উপরাজ্যপালের বার্তা সন্ত্রাসবাদীদের সাহায্য করলে বাড়িতে চলবে বুলডোজার।
Advertisement