shono
Advertisement

Breaking News

Priyanka Gandhi

ওয়ানড়ের লড়াইয়ে মায়ের আশীর্বাদ! প্রিয়াঙ্কাকে কালীঘাটের প্রসাদ পাঠাল প্রদেশ কংগ্রেস

প্রিয়াঙ্কার নামে কালীঘাটে পুজো দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
Published By: Amit Kumar DasPosted: 09:21 AM Nov 06, 2024Updated: 09:35 AM Nov 06, 2024

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জীবনের প্রথম নির্বাচনী লড়াইয়ের আগে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর কাছে পৌঁছে গেল কালীঘাটের মায়ের প্রসাদ। ওয়ানড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রিয়াঙ্কার জয় কামনা করে কালীঘাটে পুজো দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেই প্রসাদ ও শুভেচ্ছার চিঠি ওয়ানড়ে প্রিয়াঙ্কার কাছে পৌঁছে দিলেন কংগ্রেস সদস্য বিশ্বজিৎ সরকার-সহ অন্যান্যরা।

Advertisement

এতদিন সাংগঠনিক দায়িত্ব সামলালেও প্রথমবার ভোটের লড়াইয়ে পা রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী। নির্বাচনের রাহুল গান্ধী ছেড়ে যাওয়া আসন ওয়ানড়ের লোকসভা উপনির্বাচনে এবার তাঁকে টিকিট দিয়েছে দল। প্রথম সংসদীয় রাজনীতির লড়াইয়ে পা রাখায় গোটা দেশের কংগ্রেস নেতা-কর্মীদের শুভেচ্ছায় ভেসে গিয়েছেন রাহুলের বোন। এবার তাঁর জয় প্রার্থনা করে কালীঘাটে পুজো দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর। সেই প্রসাদ ও ফুল পৌঁছে গেল ওয়ানড়ে। প্রিয়াঙ্কার কাছে সেই প্রসাদ ও ফুল পৌঁছে দেন কংগ্রেস সদস্য বিশ্বজিৎ সরকার-সহ অন্যান্যরা। পাশাপাশি শুভঙ্করের শুভেচ্ছার চিঠি হাতে পেয়ে অভিভূত প্রিয়াঙ্কা। মঙ্গলবার মালদহে থাকা শুভঙ্করের সঙ্গে ফোনে কথা বলে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়ানড়, দুই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। দু’টি কেন্দ্রেই তিনি জেতার পরে রায়বরেলি আসনটি রেখে দিয়ে ওয়ানড় ছেড়ে দেন। সেই কেন্দ্রে ১৩ নভেম্বর উপনির্বাচন। সেখানে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে দলের অন‌্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে। এই প্রথম তিনি কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ী হলে প্রিয়াঙ্কা প্রথমবার সংসদীয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন।

প্রিয়াঙ্কা প্রবীণ সিপিআই নেতা সত্যেন মোকেরি এবং বিজেপির কোঝিকোড় পুর কাউন্সিলর নব্য হরিদাসের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রিয়াঙ্কা এই উপনির্বাচনে তাঁকে সাংসদ হিসাবে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে ওয়ানড়ের জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর কাছে পৌঁছে গেল কালীঘাটের মায়ের প্রসাদ।
  • ওয়ানড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রিয়াঙ্কার জয় কামনা করে কালীঘাটে পুজো দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতির।
  • প্রসাদ ও শুভেচ্ছার চিঠি ওয়ানড়ে প্রিয়াঙ্কার কাছে পৌঁছে দিলেন কংগ্রেস সদস্য বিশ্বজিৎ সরকার-সহ অন্যান্যরা।
Advertisement