shono
Advertisement

Breaking News

Gujarat

গুজরাটে ভাঙল বুলেট ট্রেনের নির্মীয়মাণ সেতু, ধ্বংসাবশেষে চাপা পড়ে শ্রমিকরা

সেতুর ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চলছে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:07 PM Nov 05, 2024Updated: 08:07 PM Nov 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে বড়সড় দুর্ঘটনা। বুলেট ট্রেন প্রকল্পের জন্য তৈরি হওয়া সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আনন্দে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেতুর ধ্বংসাবশেষের তলায় অন্তত ৪ জন চাপা পড়েছেন। তাঁদের এখনও উদ্ধার করা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আটকে পড়া শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের আওতায় একটি সেতু তৈরি করা হচ্ছিল আনন্দের ভাসাড় এলাকায়। মঙ্গলবার বিকেলের দিকে আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতুটি। ঘটনার সময়ে সেতুর নিচে অন্তত চারজন শ্রমিক ছিলেন। তাঁরা সকলেই চাপা পড়েন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেতুর নিচে চাপা পড়া শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের তরফে এই নিয়ে কিছু বলা হয়নি।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। সেতুর ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চলছে। একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের এক আধিকারিক জানিয়েছেন। কর্পোরেশনের তরফে আরও বলা হয়, ক্রেন ব্যবহার করে শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চলছে। তবে কারোওর মৃত্যুর খবর জানানো হয়নি রেল কর্পোরেশনের তরফে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের আওতায় একটি সেতু তৈরি করা হচ্ছিল আনন্দের ভাসাড় এলাকায়।
  • স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আটকে পড়া শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
  • দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং প্রশাসনের শীর্ষ কর্তারা।
Advertisement