shono
Advertisement
Delhi High Court Judge

রক্ষকই ভক্ষক, বিচারপতির বাড়িতে টাকার পাহাড়! উদ্ধার হতেই বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল, মত বিচারপতিদেরই একাংশের।
Published By: Subhajit MandalPosted: 11:05 AM Mar 21, 2025Updated: 11:08 AM Mar 21, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: যার হাতে আইনরক্ষার ভার, তিনিই কিনা দুর্নীতিতে বিদ্ধ! খোদ বিচারপতির বাড়িতেই উদ্ধার টাকার পাহাড়। মিলল না হিসাবও। দিল্লি হাই কোর্টের অভিযুক্ত ওই বিচারপতিকে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে গত সপ্তাহে আগুন লাগে। সে সময় বিচারপতি বাড়িতে ছিলেন না। বাড়ির সদস্যরা দমকলে খবর দেন। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরাই বিচারপতির বাড়িতে প্রচুর নগদের হদিশ পান। দমকল কর্মীরাই খবর দেন পুলিশে। কোথা থেকে এল ওই বিপুল নগদ? প্রথমে প্রশ্ন করা হয় পরিবারের সদস্যদের। পরে বিচারপতি বর্মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, তার কোনও সদুত্তর দিতে পারেননি বিচারপতি বর্মা।

বস্তুত প্রাথমিক তদন্তে পুলিশ সিদ্ধান্তে পৌঁছায় যে ওই টাকা হিসাব বহির্ভূত। বিচারপতির বাড়ি থেকে হিসাববহির্ভূত টাকা উদ্ধারের খবরটি সুপ্রিম কোর্ট ভালো চোখে দেখেনি। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সূত্রের খবর, পাঁচ জন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। পাঁচ বিচারপতির সেই কমিটি বিচারপতি যশবন্ত বর্মাকে বদলির নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে দিল্লিতে কর্মরত ওই বিচারপতিকে এলাহাবাদ হাই কোর্টে বদলির সুপারিশ করা হয়েছে।

ওই কমিটির বিচারপতিদের মধ্যে কেউ কেউ আরও কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেন। তাঁদের যুক্তি, এভাবে বিচারপতির বাড়িতে টাকা উদ্ধার হওয়া গোটা বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে। যদিও প্রধান বিচারপতি খান্না আপাতত ওই বিচারপতিকে শুধু বদলির নির্দেশ দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খোদ বিচারপতির বাড়িতেই উদ্ধার টাকার পাহাড়।
  • দিল্লি হাই কোর্টের অভিযুক্ত ওই বিচারপতিকে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
  • দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে গত সপ্তাহে আগুন লাগে।
Advertisement