সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কের ঋণ মেটাতে স্বামীদের 'মেরে' ফেললেন ৪ মহিলা! না এটা কোনও খুনের ঘটনা নয়। ঋণের টাকা মেটাতে না পারায় স্বামীদের মিথ্যা মৃত্যুর খবর ব্যাঙ্কে গিয়ে জানান ওই ৪ জন। দেন ভুয়ো ডেথ সার্টিফিকেটও। এই প্রতারণার অভিযোগে তাঁদের এখন ঠাঁই হয়েছে গরাদের পিছনে। সব কিছু জানার পর স্তম্ভিত হয়ে যায় ব্যাঙ্ক কর্তৃপক্ষও। এই ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের।

জানা গিয়েছে, গ্রামীণ ও মফঃস্বল এলাকায় মহিলাদেরে ঋণ দেয় একটি ব্যাঙ্ক। সেখানকার নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহকের যদি স্বামীর মৃত্যুর হয়, তাহলে তাঁকে আর বাকি কিস্তি দিতে হবে না। পুলিশ জানিয়েছে, এই ব্যাঙ্ক থেকেই মোটা অঙ্কের ঋণ নেন। কিন্তু সমস্ত নিয়ম জানার পর ঋণ না মেটানোর ছক কষেন। যেমন ভাবা তেমন কাজ।
পুলিশ জানিয়েছে, পরিকল্পনা করে ওই চার মহিলা নিজেদের স্বামীর মৃত্যুর ভুয়ো ডেথ সার্টিফিকেট বের করেন। সেগুলো নিয়ে গিয়ে ব্যাঙ্কে দেখান। কিন্তু ভুয়ো ডেথ সার্টিফিকেট দেখে সন্দেহ হয় ব্যাঙ্কের আধিকারিকদের। তাঁরা এলাকায় খোঁজখবর শুরু করেন। তখনই জানা যায়, ওই মহিলারা স্বামীদের মৃত্যুর মিথ্যা গল্প ফেঁদেছেন। এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তদন্তে নামে পুলিশ। সব দিক খতিয়ে দেখার পর অভিযুক্ত ৪ মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। এখনও এই ঘটনার তদন্ত চলছে।