সোমনাথ রায়, নয়াদিল্লি: গরুপাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হিসাবরক্ষক মণীশ কোঠারি। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাই কোর্ট (Delhi HC)। ৬ মাসেরও বেশি সময় পর জামিন পেলেন মণীশ। হিসাবরক্ষকের জামিনের খবরে খুশি তৃণমূল নেতা। তবে এদিনও অনুব্রতকন্যা সুকন্যার জামিন মেলেনি। পুজোর সময়টাও সম্ভবত তিহাড় জেলে কাটবে সুকন্যার। ওয়াকিবহাল মহলের একাংশের মত, মণীশ কোঠারির (Manish Kothari) বিরুদ্ধে বিশেষ কোনও প্রমাণ না মেলায় তাঁকে জামিন দিতে বাধ্য হল আদালত।
গত বছরের আগস্ট মাসে বীরভূমের (Birbhum) তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। আসানসোল সিবিআই (CBI) আদালতে প্রথমদিকে এই মামলা চলে। অনুব্রত মণ্ডলকে আসানসোলের সংশোধনাগারেই বন্দি ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তিহাড় জেলে (Tihar Jail)আপাতত বন্দি অনুব্রত মণ্ডল। পরে চলতি বছরের শুরুতে অনুব্রতর হিসাবরক্ষক (CA), বোলপুরের বাসিন্দা মণীশ কোঠারিকে তলব করা হয়, তৃণমূল নেতার সম্পত্তি সংক্রান্ত নথিপত্র দেখতে চেয়ে। তাঁকে দিল্লির সিবিআই দপ্তরে কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির পর মণীশ কোঠারি কেঁদে ফেলেন। জানান, তাঁর কোনও দোষ নেই।
[আরও পড়ুন: গোপন নজরদারি করেই ভারতের বিরুদ্ধে জঙ্গি খুনের অভিযোগ কানাডার! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট]
এর পর থেকে বহুবার মণীশ কোঠারির জামিন খারিজ হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারীদের স্পষ্ট অভিযোগ, গরুপাচারে (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলের হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ রাখতেন মণীশ। এমনকী কালো টাকা সাদা করার জন্য সাহায্য করেছিলেন হিসাবরক্ষক। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক হিসেবে কাজে যোগদানের পর থেকে মণীশেরও সম্পত্তি বেড়েছে। এসব কারণে এতদিন তাঁর জামিন হয়নি। তবে এবার মণীশ কোঠারিকে জামিন দিল দিল্লি হাই কোর্ট।