সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনীশ সিসোদিয়ার পর অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সিবিআই তলবের মুখে এবার দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী রবিবার তাঁকে সিবিআই (CBI) দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আবগারি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, আবগারি মামলাতেই গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে জেলবন্দি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী।
শুক্রবারই এক বক্তৃতায় কেজরিওয়াল দেশবিরোধী কার্যকলাপ নিয়ে সরব হয়েছিলেন। মনীশ সিসোদিয়ার জেলযাত্রার পিছনে যে অসৎ উদ্দেশ্য রয়েছে, সেই অভিযোগও তোলেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, দেশবিরোধী শক্তির বাড়বাড়ন্তেই প্রগতি থমকে গিয়েছে। যারা সমাজের সর্বস্তরের শিশুদের শিক্ষার অধিকার দিতে চায় না, তারাই সিসোদিয়াকে জেলে পাঠিয়েছে। কারণ, তিনি সকলের শিক্ষার ব্যবস্থা করেছিলেন।
এসব বক্তব্যের পরই বিকেলে তাঁকে তলব করল সিবিআই। দিল্লির নয়া আবগারি নীতি নিয়ে তাঁকে তলব করা হয়েছে। এই মামলায় আগেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া (Manish Sisodia)। আপাতত তিনি তিহাড় জেলে বন্দি। এবার কেজরিওয়ালকে তলব করে আবগারি বিভাগের নয়া নীতি নিয়ে প্রশ্ন করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৬ তারিখ, রবিবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনই কোনও প্রতিক্রিয়া জানায়নি আপ। সন্ধের পর সাংবাদিক সম্মেলন করে এ নিয়ে যাবতীয় প্রতিক্রিয়া দেবে কেজরির দল।