shono
Advertisement

জাল পাসপোর্ট মামলায় দোষী সাব্যস্ত, কড়া শাস্তির মুখে ছোটা রাজন

মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করা হবে৷ The post জাল পাসপোর্ট মামলায় দোষী সাব্যস্ত, কড়া শাস্তির মুখে ছোটা রাজন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:29 PM Apr 24, 2017Updated: 10:59 AM Apr 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাল পাসপোর্ট মামলায় আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করল দিল্লির এক আদালত৷ পাশাপাশি আরও তিনজনকে এই মামলায় দোষী বলে জানানো হয়৷ মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করা হবে৷

Advertisement

[মঙ্গলের মাটিতে গাছ, মাথার খুলি! নাসার ছবিতে নয়া চমক]

ছোটা রাজনকে জাল পাসপোর্ট পাইয়ে দিতে সাহায্য করেছিল বলে অভিযোগ উঠেছিল তিন অবসরপ্রাপ্ত সরকারি আমলার বিরুদ্ধে৷ অভিযোগ ছিল, ওই তিন ব্যক্তিই ছোটা রাজনকে মোহন কুমারের নামে একটি পাসপোর্ট বানিয়ে দিয়েছিল৷ এরপরই জাল পাসপোর্টের মামলা দায়ের করে সিবিআই৷ তদন্তের পর সোমবার তিন আমলাকে দোষী সাব্যস্ত করল সিবিআই-এর বিশেষ আদালত৷ রাজন-সহ চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৭১, ৪৬৮, ৪৬৭, ৪১৯ এবং ১২০বি ধারা এবং পাসপোর্ট অ্যাক্টের ১২ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে৷

[‘আমি ১৬.৬৬% হিন্দু’, জানেন এ কথা কেন বলছেন নওয়াজউদ্দিন?]

উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবর মাসে বালি থেকে গ্রেপ্তার করা হয়েছিল অন্ধকার জগতের খলনায়ক দাউদ ইব্রাহিমের ডান হাত রাজনকে৷ নভেম্বরে তাঁকে ভারতে নিয়ে আসা হয়৷ বর্তমানে নয়াদিল্লির তিহার জেলে বন্দি ছোটা রাজন৷ তার বিরুদ্ধে সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকাণ্ডেরও চার্জশিট গঠন করেছিল সিবিআই৷ এছাড়াও তার বিরুদ্ধে মোট ৭০টি মামলা চলছে৷ জাল পাসপোর্টে অভিযুক্ত বাকি তিনজন আপাতত জামিনে মুক্ত৷

The post জাল পাসপোর্ট মামলায় দোষী সাব্যস্ত, কড়া শাস্তির মুখে ছোটা রাজন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার