সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাল পাসপোর্ট মামলায় আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করল দিল্লির এক আদালত৷ পাশাপাশি আরও তিনজনকে এই মামলায় দোষী বলে জানানো হয়৷ মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করা হবে৷
[মঙ্গলের মাটিতে গাছ, মাথার খুলি! নাসার ছবিতে নয়া চমক]
ছোটা রাজনকে জাল পাসপোর্ট পাইয়ে দিতে সাহায্য করেছিল বলে অভিযোগ উঠেছিল তিন অবসরপ্রাপ্ত সরকারি আমলার বিরুদ্ধে৷ অভিযোগ ছিল, ওই তিন ব্যক্তিই ছোটা রাজনকে মোহন কুমারের নামে একটি পাসপোর্ট বানিয়ে দিয়েছিল৷ এরপরই জাল পাসপোর্টের মামলা দায়ের করে সিবিআই৷ তদন্তের পর সোমবার তিন আমলাকে দোষী সাব্যস্ত করল সিবিআই-এর বিশেষ আদালত৷ রাজন-সহ চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৭১, ৪৬৮, ৪৬৭, ৪১৯ এবং ১২০বি ধারা এবং পাসপোর্ট অ্যাক্টের ১২ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে৷
[‘আমি ১৬.৬৬% হিন্দু’, জানেন এ কথা কেন বলছেন নওয়াজউদ্দিন?]
উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবর মাসে বালি থেকে গ্রেপ্তার করা হয়েছিল অন্ধকার জগতের খলনায়ক দাউদ ইব্রাহিমের ডান হাত রাজনকে৷ নভেম্বরে তাঁকে ভারতে নিয়ে আসা হয়৷ বর্তমানে নয়াদিল্লির তিহার জেলে বন্দি ছোটা রাজন৷ তার বিরুদ্ধে সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকাণ্ডেরও চার্জশিট গঠন করেছিল সিবিআই৷ এছাড়াও তার বিরুদ্ধে মোট ৭০টি মামলা চলছে৷ জাল পাসপোর্টে অভিযুক্ত বাকি তিনজন আপাতত জামিনে মুক্ত৷
The post জাল পাসপোর্ট মামলায় দোষী সাব্যস্ত, কড়া শাস্তির মুখে ছোটা রাজন appeared first on Sangbad Pratidin.
