shono
Advertisement
Mallikarjun Kharge

'বিজেপি সন্ত্রাসবাদী দল', আরবান নকশালের পালটা ঝাঁজালো আক্রমণ খাড়গের

বিজেপি ধর্ষকদের সমর্থক, কড়া আক্রমণে খাড়গে।
Published By: Amit Kumar DasPosted: 02:31 PM Oct 12, 2024Updated: 02:31 PM Oct 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব শেষ হলেও 'বাকযুদ্ধ' থামছে না দেশের যুযুধান দুই রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপির। সম্প্রতি কংগ্রেস দলকে 'আরবান নকশাল' পার্টি বলে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার পালটা এবার বিজেপিকে 'সন্ত্রাসবাদী দল' বলে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

Advertisement

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার মল্লিকার্জুন খাড়গে বলেন, 'নরেন্দ্র মোদি সর্বদা বলেন, কংগ্রেস আরবান নকশাল পার্টি। আসলে ওনার দলই সন্ত্রাসবাদী দল। গণপিটুনি দেয়, সাধারণ মানুষকে মারে, তপসিলির মুখে প্রস্রাব করে।' শুধু তাই নয় আক্রমণের ঝাঁজ বাড়িয়ে খাড়গে আরও বলেন, 'যারা আদিবাসী সম্প্রদায়ের মহিলাকে ধর্ষণ করে, এই বিজেপি তাদের সমর্থন করে। বিজেপির সরকার যেখানে রয়েছে সেখানে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত। এরা দেশ ও মানুষের সম্পর্কে কোনও কথা বলে না, শুধুমাত্র নিজেদের দল নিয়ে দম্ভ করে বেড়ায়।'

একইসঙ্গে হরিয়ানা নির্বাচনের ফল প্রসঙ্গে বলেন, 'গোটা দেশ জানাল কংগ্রেস জিতছে। এমনকি বিজেপি নেতারাও স্বীকার করে নিয়েছিল এবার পালাবদল হচ্ছে। এমন কী ঘটে গেল যে কংগ্রেস হারল?' তিনি আরও জানান, 'হরিয়ানাতে যা ঘটেছে তা বিশ্লেষণ করতে আমরা বৈঠকে বসতে চলেছি। নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের কাছে রিপোর্ট আসার পর সব স্পষ্ট হয়ে যাবে। সবাই জানত হরিয়ানায় কংগ্রেস জিতছে, তারপরও কার হাতের খেলায় সব পালটে গেল তা স্পষ্ট হবে।'

উল্লেখ্য, সম্প্রতি দুই রাজ্য জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসেছে। যেখানে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস ও এনসি জোট ক্ষমতায় এলেও, একাধিক বুথ ফেরত সমীক্ষার দাবি ছিল হরিয়ানায় ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। যদিও ফল প্রকাশ্যে আসার পর দেখা যায় ৯০ আসনের হরিয়ানায় ম্যাজিক ফিগার ৪৬। সেখানে ৪৮ আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস পেয়েছে ৩৭টি আসন। ভোটের ফল প্রকাশ্যে আসার পরই এই রাজ্যে কারচুপির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কংগ্রেস দলকে 'আরবান নকশাল' পার্টি বলে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • পালটা এবার বিজেপিকে 'সন্ত্রাসবাদী দল' বলে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
  • কংগ্রেস সভাপতির অভিযোগ, 'বিজেপির সরকার যেখানে রয়েছে সেখানে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত।'
Advertisement