সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী? আসন্ন তিন রাজ্যের বিধানসভা ভোটে কোন কৌশলে লড়বে ইন্ডিয়ার শরিকরা? সেটা স্পষ্ট করার দায়িত্ব কংগ্রেসেরই। আরও একবার জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল শিব সেনার উদ্ধব শিবির। উদ্ধব সেনা বলছে, লোকসভার পরই স্পষ্ট হয়ে যাওয়া উচিত ছিল ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী।
বস্তুত গত লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী বেশিরভাগ শক্তি একত্রিত হয়ে ইন্ডিয়া জোট গঠন করে। কিন্তু লোকসভার পর সেই ইন্ডিয়া কার্যত অস্তিত্বহীন। হরিয়ানা-দিল্লির মতো নির্বাচনে আলাদা আলাদা লড়াই করেছে ইন্ডিয়া জোটের শরিকরা। যার অবধারিত ফলাফল হিসাবে জয়ী হয়েছে বিজেপি। আবার কাশ্মীর, ঝাড়খণ্ডে একত্রে লড়ে সাফল্য পেয়েছে ইন্ডিয়া শিবির। সব ক্ষেত্রেই কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অন্য শরিকরা। সামনে বাংলা, বিহার এবং গুজরাটের বিধানসভা ভোট। শিব সেনার প্রশ্ন, এই রাজ্যগুলিতে কী চাইছে কংগ্রেস?
শিব সেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, "ইন্ডিয়ার প্রাসঙ্গিকতা কী, সেটা লোকসভার পরই স্পষ্ট করে দেওয়া উচিত ছিল কংগ্রেসের। জোটের কী হল? কবরে ঠাঁই হয়েছে? না কি হাওয়ায় মিলিয়ে গিয়েছে?" এতদিনে জোটের ভবিষ্যৎ নির্ধারিত না হওয়ায় 'সামনা'য় ক্ষোভপ্রকাশের পাশাপাশি আগামী দিনে এই জোট কোন পথে এগোবে, সেটা নিয়ে স্পষ্ট দিশা চাওয়া হয়েছে। শিব সেনার উদ্ধর শিবিরের প্রশ্ন, "আগামী দিনে বিহার, বাংলা এবং গুজরাটে জোটের ভবিষ্যৎ কী, সেটার ব্যাখ্যা দিক কংগ্রেস।"
যে তিন রাজ্যের কথা বলা হচ্ছে, সেই তিন রাজ্যেই ইন্ডিয়া জোটের একাধিক শরিক নির্বাচনে অংশ নেবে। বাংলায় তৃণমূল এবং কংগ্রেসের সম্পর্ক কী হবে? বিহারে আদৌ তেজস্বী যাদবের নেতৃত্ব মানবে কংগ্রেস? গুজরাটে আপকে জায়গা ছাড়বে হাত শিবির? সবটারই স্পষ্টিকরণ চাইছে উদ্ধব সেনা।