সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বিধানসভা ভোটের আগে তথাকথিত ইন্ডিয়া জোটের ফাটল স্পষ্ট। একদিন আগেই আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, দিল্লিতে আপ একাই লড়বে। কংগ্রেসের সঙ্গে কোনওরকম জোটের সম্ভাবনা খারিজ করে দেন তিনি। এবার পালটা এল কংগ্রেসের তরফে।
কংগ্রেসের দলিত নেতা উদিত রাজ সোমবার পালটা আপ-কে বিঁধে বলে গেলেন, জোটের প্রশ্ন আসছে কেন? কংগ্রেস তো দিল্লি বিধানসভা নির্বাচনে একা লড়ার কথা আগেই জানিয়ে দিয়েছে। তাহলে আপ কেন জোটের প্রসঙ্গ তুলছে? বস্তুত, দিল্লি বিধানসভায় যে কংগ্রেস এবং আপের জোট হবে না, সেটা প্রত্যাশিতই ছিল। আসলে দিল্লিতে আপ ক্ষমতায়। আগেরবারও প্রায় ৯০ শতাংশ আসন তারা জিতেছিল। তাছাড়া রাজধানীতে কংগ্রেসের সাংগঠনিক শক্তি তলানিতে। দলের কোনও সাংসদ বা বিধায়ক নেই। স্বাভাবিকভাবেই আপ কংগ্রেসকে আসন ছাড়তে রাজি হবে না।
তাছাড়া দিল্লিতে আপের জন্মই হয় কংগ্রেসের বিরোধিতা করে। সেই মতাদর্শগত বিভেদ ভুলে ২০২৪ লোকসভায় জোট করেছিল দুই দল। মানুষ সেই জোট গ্রহণ করেনি। সেকারণেই সম্ভবত, কেজরিওয়াল স্পষ্ট করে দিয়েছেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট চান না। কংগ্রেস নেতা উদিত রাজ এদিন পালটা বললেন, "দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব আগেই জানিয়ে দিয়েছেন, দিল্লিতে আপের সঙ্গে জোট হবে না। আমরা যেখানে আগেই একা লড়াই করার কথা ঘোষণা করেছি, সেখানে জোটের প্রশ্ন আসছে কেন?" দিল্লির শাসকদলকে কটাক্ষ করে কংগ্রেস নেতার প্রশ্ন, "তাহলে কি আপ ভয় পাচ্ছে?"
বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। যদিও এখনও দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তবে মনে করা হচ্ছে, নতুন বছরের একেবারে শুরুতে ফেব্রুয়ারির আগেই ভোট হতে পারে। তার আগে গত মাসে আচমকাই নির্বাচনের ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করে দেয় আম আদমি পার্টি। ১১ আসনের মধ্যে ৬টিতেই দলের বিধায়কদের টিকিট দেয়নি আপ। সেখানে বিজেপি ও কংগ্রেস থেকে আসা প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদকে প্রার্থী করেছে আম আদমি পার্টি। রবিবাসরীয় ঘোষণার পর পরিষ্কার, ৭০ আসনের বিধানসভা নির্বাচনের সব কেন্দ্রেই থাকবে ঝাড়ু শিবিরের প্রার্থী। বলে রাখা ভালো, গতবার ৭০টির মধ্যে ৬২ আসনেই জিতেছিল আপ। কিন্তু এবার তাদের লড়াই কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। বিজেপিকে টক্কর দিতে তাই অন্য কারও উপরে ভরসা না রেখেই একা লড়তে চাইছেন কেজরি।