সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুর বললে করিনা কাপুর বোঝেন নরেন্দ্র মোদি! এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে তোপ দেগেছে কংগ্রেস। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অভিনেত্রী করিনা কাপুর-সহ গোটা কাপুর ‘খান-দান’ দিল্লিতে পাড়ি দিয়েছিল। তাঁদের প্রত্যেকের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সেই সাক্ষাৎ ঘিরেই মোদিকে কটাক্ষ ছুঁড়ল কংগ্রেস।
ব্যাপারটা ঠিক কী? আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে দিল্লিতে তার একরাত আগে থেকে শুরু হচ্ছে ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল’। তার প্রাক্কালেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কাপুর পরিবারের নবীন এবং প্রবীণ প্রজন্মের সদস্যরা। সইফ-করিনা, রণবীর-আলিয়া, করিশ্মা কাপুর, রিধিমা কাপুর সাহানি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নীতু কাপুর, রিমা জৈন এবং তাঁর ছেলে আদর জৈন। ঠাকুরদা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে, তার জন্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করিনা কাপুর। অভিনেত্রীর দুই পুত্র জেহ, তৈমুরের জন্য হিন্দিতে অটোগ্রাফ দিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং।
মোদির এই সাক্ষাৎকেই তোপ দেগেছে কংগ্রেস। হাত শিবিরের নেতা পবন খেড়া নিজের এক্স হ্যান্ডেলে হিন্দিতে লেখেন, 'হাম তো বোলে থে মণিপুর। উও সমঝ বৈঠে করিনা কাপুর।' অর্থাৎ, আমরা তো মণিপুর বলেছিলাম কিন্তু উনি করিনা কাপুর বুঝলেন। যদিও নিজের পোস্টে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি খেড়া। বিতর্ক ছড়াতেই অবশ্য ওই পোস্টটি মুছে ফেলেন কংগ্রেস।
কাপুর পরিবারের সঙ্গে মোদির সাক্ষাৎ নিয়ে কেন প্রশ্ন তুলছে কংগ্রেস? ২০২৩ সালের মে মাস থেকে জাতিসংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি-মেতেই সংঘাতের বলি হয়েছেন বহু মানুষ। শান্তি ফেরাতে লাগাতার চেষ্টা হলেও দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্যটি। এহেন পরিস্থিতিতে বিরোধীরা বারবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী নিজে যেন মণিপুরে যান। সেখানকার মানুষের দুরাবস্থার ছবি নিজের চোখে দেখেন। কিন্তু দেড় বছর কেটে গেলেও মণিপুরে পা রাখেননি মোদি। তাই কংগ্রেসের প্রশ্ন, করিনা-সহ কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় আছে মোদির, তাহলে মণিপুরের জন্য সময় নেই কেন?