shono
Advertisement

Breaking News

Rahul Gandhi

রাহুলের সভায় বিলি করা সংবিধানের কপি ফাঁকা! ভিডিও পোস্ট করে কংগ্রেসকে তোপ বিজেপির

এভাবেই সংবিধানের সব আইন ভ্যানিশ করে দিতে চায় কংগ্রেস, কটাক্ষ গেরুয়া শিবিরের।
Published By: Subhajit MandalPosted: 04:40 PM Nov 07, 2024Updated: 04:40 PM Nov 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'সংবিধান বাঁচাও' স্লোগান দিয়ে লোকসভায় সাফল্য এসেছিল। সেই সংবিধানই এবার যেন শাখের করাত হয়ে দাঁড়াচ্ছে কংগ্রেসের জন্য। হরিয়ানার ভোটের মুখে সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধীর এক মন্তব্যকে ব্যবহার করে প্রচার চালিয়েছে বিজেপি। তাতে সাফল্যও পেয়েছে গেরুয়া শিবির। মহারাষ্ট্রের ভোটের মুখেও নয়া 'সংবিধান' অস্ত্র পেয়ে গেল গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, নাগপুরে রাহুল গান্ধীর সভায় যে সংবিধানের কপি বিলি করা হয়েছে, তাতে কোনও লেখাই নেই। পুরোটাই ফাঁকা।

Advertisement

লোকসভা নির্বাচনের প্রচারপর্ব থেকে রাহুল গান্ধী প্রায় প্রতিটি সভায় একটি সংবিধানের 'রেড বুক' নিয়ে ভাষণ দেন। তাঁর সভাতেও ওই রেড বুক বিলি করা হয়। বুধবার নাগপুরে যে সভা ছিল সেখানেও ওই রেড বুকের কপি বিলি করা হয়। ওই সভাটিরও শীর্ষক ছিল 'সংবিধান বাঁচাও সভা'। বিজেপির অভিযোগ, ওই সংবিধান বাঁচাও সভা থেকে যে সংবিধানের কপিগুলি বিলি করা হয়েছে, সেগুলির ভিতরে কিছু লেখাই নেই। প্রচ্ছদে লেখা রয়েছে 'ভারতের সংবিধান'। অথচ বইটির ভিতরটা পুরো ফাঁকা।

বিজেপি মহারাষ্ট্রের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে ওই ফাঁকা সংবিধানের কপি দেখানোও হয়েছে। সঙ্গে কটাক্ষ, "কংগ্রেস এভাবেই সংবিধান মুছে ফেলতে চায়। ডঃ বাবাসাহেব আম্বেদকর যা যা আইন তৈরি করেছেন সব মুছে দেবে কংগ্রেস। সেজন্যই রাহুল গান্ধী আগে থেকে পূর্বাভাস দিয়ে রেখেছেন, ভবিষ্যতে সংরক্ষণ উঠে যাবে।" বিজেপি বলছে, "সম্মানীয় বাবাসাহেব যে সংবিধান লিখেছিলেন সেটা কিন্তু কোনও নির্বাচনী ইস্যু ছিল না। সেটা ভারতের ভিত এবং ভারতীয়দের জীবনের ভিত্তি। এই সংবিধান বিরোধী কংগ্রেসকে এবার মানুষ উচিত শিক্ষা দেবে।"

রাহুল গান্ধী সংবিধানের যে কপি সব সভায় দেখান, সেটার রং নিয়েও প্রশ্ন তুলছে বিজেপি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলছেন, "রাহুল গান্ধী যেভাবে সংবিধানের 'রেড বুক' হাতে নিয়ে ঘোরেন সেটা আসলে শহুরে নকশালদের প্রতীক।" সব মিলিয়ে যে সংবিধান ইস্যুতে লোকসভায় ব্যাপক সাফল্য পেয়েছে কংগ্রেস, সেই সংবিধানই মহারাষ্ট্রের ভোটের মুখে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে হাত শিবিরের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হরিয়ানার ভোটের মুখে সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধীর এক মন্তব্যকে ব্যবহার করে প্রচার চালিয়েছে বিজেপি।
  • মহারাষ্ট্রের ভোটের মুখেও নয়া 'সংবিধান' অস্ত্র পেয়ে গেল গেরুয়া শিবির।
  • বিজেপির অভিযোগ, নাগপুরে রাহুল গান্ধীর সভায় যে সংবিধানের কপি বিলি করা হয়েছে, তাতে কোনও লেখাই নেই। পুরোটাই ফাঁকা।
Advertisement