shono
Advertisement

Breaking News

ভাঁড়ারে টান! প্লেনারি সেশনে সদস্যদের বার্ষিক চাঁদার পরিমাণ বাড়াতে চলেছে কংগ্রেস

বার্ষিক কত করে চাঁদা দেন কংগ্রেসের সদস্যরা?
Posted: 01:56 PM Feb 23, 2023Updated: 01:56 PM Feb 23, 2023

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: টানা ন’বছর ক্ষমতার বাইরে। ভাঁড়ারে টান। বছর ঘুরলেই লোকসভা ভোট। তার মধ্যেই করতে হচ্ছে প্লেনারি অধবেশন (Congress Plenary Session)। ১২ হাজারের বেশি প্রতিনিধির থাকা খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে হিমশিম অবস্থা। এর মধ্যে সুখকর যেখানে অধিবেশন হচ্ছে সেই ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে দল। তারপরেও দলের ভাঁড়ারের কথা ভেবে বেশকিছু নয়া প্রস্তাবনা আনার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সংগঠনে কিছু পরিবর্তনের পাশাপাশি দলের প্রদেশ এবং এআইসিসি সদস্যদের বার্ষিক চাঁদা বাড়ানোর প্রস্তাব আনা হবে বলে আকবর রোড সূত্রে খবর।

Advertisement

সূত্রের খবর, কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্যদের জন্য বার্ষিক মেম্বারশিপ ফি ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব পেস করা হবে প্লেনারি অধিবেশনে। এর মধ্যে ৬০০ টাকা সংগঠন বিস্তারের জন্য এবং ৪০০ টাকা দলের পত্রিকা প্রকাশনার জন্য খরচ হিসাবে দেখানো হবে। এছাড়া এআইসিসির (AICC) সদস্যদের বার্ষিক চাঁদা বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেস। জানা গিয়েছে, আগে এআইসিসির সদস্যরা বার্ষিক ২ হাজার টাকা চাঁদা দিতেন। এবার তা বাড়িয়ে ৪ হাজার করার প্রস্তাব আনা হচ্ছে অধিবেশনে। সদস্যপদের জন্য জন্য তাদের ৩ হাজার এবং সংগঠন বিস্তারের খরচ বাবদ ১ হাজার টাকা করে দিতে হবে।

তবে জানা গিয়েছে, আগামী ৫ বছরের জন্য এই নিয়মে পরিবর্তন করা হচ্ছে। পাঁচবছর পর ওয়ার্কিং কমিটি (Congress Working Comittee) বার্ষিক চাঁদার পুর্নমুল্যায়ন করবে। দলের নেতা কর্মীদের সক্রিয়তা বাড়াতেই এমন সিদ্ধান্ত হতে চলেছে। বাংলা থেকে এআইসিসির এক সদস্য জানান আগে প্রদেশ তহবিল থেকেই এআইসিসির প্রাপ্য অর্থ পাঠিয়ে দেওয়া হতো। ফলে ফলে দলের যে কোনও কর্মসূচিতে নেতা কর্মীদের মধ্যে গাছাড়া মনোভাব থাকত। কর্মীদের মধ্যে সক্রিয়তা বাড়াতেই এমন সিদ্ধান্ত । এছাড়াও দলের আর্থিক তহবিলে ঘাটতি দেখা দিলেও এই অর্থ কাজে লাগবে বলেই মনে করেন তিনি।

[আরও পড়ুন: শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল হাতি, পরীক্ষা দিতে যাওয়ার সময় মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু]

শুক্রবার থেকে ছত্তিশগড়ের রায়পুরে শুরু হবে কংগ্রেসের ৮৫তম প্লেনারি অধিবেশন। অধিবেশনের প্রথমদিন বৈঠকে বসবে স্টিয়ারিং ও সাবজেক্ট কমিটি। তবে এবার দীর্ঘদিন ধরে চলে আসা সাংগাঠনিক নিয়মে বেশকিছু পরিবর্তন আনতে চলেছে শতাব্দীপ্রাচীন দল। যুগ ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে পার্টির সংগঠন খোলনলচে বদল করা হবে। যেমন দলে বৃদ্ধতন্ত্রের অবসান করে নবীন প্রজন্মকে সংগঠনের দায়িত্বে নিয়ে আসার জন্য কিছু পদক্ষেপ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আবার দলের খরচ বহন করার পাশাপাশি নেতাদের সঙ্গে সাধারণ কর্মীদের সংযোগ বাড়াতেই একাধিক সাংগঠনিক পরিবর্তন আনতে চলেছে কংগ্রেস।

অধিবেশনে স্টিয়ারিং কমিটি ভেঙে দিতে গঠিত হবে নয়া ওয়ার্কিং কমিটি। প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী, লোকসভা ও রাজ্যসভার দলনেতা ও ওয়ার্কিং কমিটির নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজন নেই। কারণ ক্ষমতাবলে তারা এমনিতেই ওয়ার্কিং কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হবেন। তবে এই তালিকায় নেই প্রিয়াঙ্কা গান্ধী। তাই প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) এবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এআইসিসি সূত্রে খবর। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের মোকাবিলায় সদস্য সংখ্যা বাড়ানোর ওপরেও জোর দিতে চলেছে কংগ্রেস।

[আরও পড়ুন: BSF মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে অবশেষে ধৃত কোম্পানি কমান্ডার]

এদিকে প্লেনারি সেশনের আগে AICC সদস্যদের তালিকা নিয়ে এরাজ্যে অশান্তি অব্যাহত। প্রদেশ নেতাদের একাংশের অভিযোগ স্তাবকদের প্রাধান্য দিতে গিয়ে একাধিক জেলা থেকে কোনও প্রতিনিধিই পাঠানো হয়নি এআইসিসিতে। আবার কলকাতা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি থেকে বহু নেতা এআইসিসির সদস্য হয়ে গিয়েছেন। এই সমস্যার সমাধান না হলে এআইসিসির প্লেনারি সেশন বয়কট করারও হুমকি দিচ্ছেন প্রদেশ নেতাদের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement