সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএম কেয়ার্স তহবিলে দুর্নীতির অভিযোগ। পালটা সোনিয়া গান্ধীর নাম দুর্নীতিতে জড়িয়ে বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিল কংগ্রেস। হাত শিবিরের দাবি, সোনিয়ার বিরুদ্ধে অমিত শাহ যে অভিযোগ করেছেন সেগুলির কোনও ভিত্তি নেই।

আসলে সম্প্রতি সংসদে বিপর্যয় মোকাবিলা বিল নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শাহ বলেন, "পিএম কেয়ার্স এনডিএ সরকারের আমলে তৈরি হয়েছিল। আর প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল তৈরি হয়েছিল কংগ্রেসের আমলে। কংগ্রেস আমলে শুধু একটা পরিবার সবটা নিয়ন্ত্রণ করত।" এরপর নাম না করে সোনিয়াকে নিশানা করেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "একজন কংগ্রেস নেত্রীই সরকারি এই তহবিলের তদারকি করতেন। গোটা দেশ সেসব দেখেছে।"
কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, অমিত শাহ সোনিয়া গান্ধীকে নিয়ে যা যা অভিযোগ করেছেন সেগুলির কোনও ভিত্তি নেই। কোনওরকম প্রমাণ নেই। সংসদে দাঁড়িয়ে এই মিথ্যাচার স্বাধিকার ভঙ্গের শামিল। এটা এই সদনের অবমাননা। রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে ও স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন। জয়রাম বলছেন, "অমিত শাহ নিজের ভাষণে সোনিয়া গান্ধীর নাম নেননি ঠিকই, কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন তাঁর অভিযোগের তির সোনিয়ার দিকেই। যে যে অভিযোগ অমিত শাহ করেছেন সেগুলি ভিত্তিহীন। এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আসলে কংগ্রেসের সংসদীয় দলনেত্রীকে বদনাম করার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।"
এর আগেও অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিল কংগ্রেস। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। ওই প্রস্তাব নিয়ে আলোচনারও অনুমতি দেননি স্পিকার।