shono
Advertisement
PM Narendra Modi

মোদির সফরের আগে ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৫০ মাওবাদীর, চোদ্দো জনের মাথার দাম ৬৮ লক্ষ

রবিবার বিজাপুরে সিআরপিএফ ঊর্ধ্বতন কর্তাদের সামনে অস্ত্র সমর্পণ করেন নকশালপন্থীরা।
Published By: Kishore GhoshPosted: 04:59 PM Mar 30, 2025Updated: 05:42 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কয়েক ঘণ্টা আগে সে রাজ্যের বিজাপুর জেলায় আত্মসমর্পণ করলেন ৫০ জন মাওবাদী। এদের মধ্যে চোদ্দো জনের মাথার দাম ৬৮ লক্ষ টাকা। রবিবার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ঊর্ধ্বতন কর্তাদের সামনে অস্ত্র সমর্পণ করেছেন তাঁরা। একসঙ্গে ৫০ জন নকশালপন্থীর আত্মসমর্পণকে বড় সাফল্য হিসাবে দেখছে ছত্তিশগড় প্রশাসন।

Advertisement

আত্মসমর্পণকারী ৫০ জনের মধ্যে ছ’জনের মাথার দাম আট লক্ষ টাকা করে। তিন জনের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা করে। অন্য পাঁচ জনের মাথার দাম ছিল এক লক্ষ টাকা করে। সব মিলিয়ে ১৪ জনের মাথার দাম ছিল মোট ৬৮ লক্ষ টাকা। পুলিশের দাবি, অমানবিক মাওবাদী রাজনীতির সমালোচনা করেছেন আত্মসমর্পণকারী মাওবাদীরা। দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদিবাসীদের শোষণ করার অভিযোগ এনেছেন তাঁরা। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের মৌলিক সুযোগসুবিধা প্রদানেরও প্রশংসা করেছেন।

২০২৬ সালের মধ্যে দেশকে মাওবাদ মুক্ত করা হবে। গত বছর ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরমে গরমে চলছে সেই প্রক্রিয়া। শনিবার ছত্তিশগড়ের সুকমা এবং বস্তারে জোড়া সংঘর্ষের ঘটনায় ১১ জন মহিলা-সহ মোট ১৮ জন মাওবাদী নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। পাশপাশি বন্দুকের সমান্তরাল বন্ধুত্বের বার্তাও দিচ্ছে ছত্তিশগড় সরকার। সম্প্রতি পরিবর্তন আনা হয়েছে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি’-তে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সায় ঘোষণা করেছেন, নতুন প্রকল্পে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হবে।  উল্লেখ্য, রবিবার ছত্তিশগড় সফরে ৩৩ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে মোদির। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৬ সালের মধ্যে দেশকে মাওবাদ মুক্ত করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • আত্মসমর্পণকারী ৫০ জনের মধ্যে ছ’জনের মাথার দাম আট লক্ষ টাকা করে।
Advertisement