shono
Advertisement

করোনা LIVE UPDATE: দুর্গাপুরের কোভিড হাসপাতালের সাফল্য, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৮ জন

তাঁদের মধ্যে সাতজন পূর্ব বর্ধমান, ১০ জন পশ্চিম বর্ধমান ও একজন বাঁকুড়ার বাসিন্দা। The post করোনা LIVE UPDATE: দুর্গাপুরের কোভিড হাসপাতালের সাফল্য, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৮ জন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:23 AM May 27, 2020Updated: 01:06 PM May 27, 2020

দেশজুড়ে শিথিল হয়েছে লকডানের নিয়মকানুন। সঙ্গে সঙ্গে দাপট বাড়িয়েছে নোভেল করোনা ভাইরাস। ইতিমধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭ জন। সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের মধ্যে দশম স্থানে রয়েছে। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৩৩৭ জন।  এখনও পর্যন্ত ৬৪ হাজার ৪২৫ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে বাংলায় চিন্তা বাড়াচ্ছেন ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা। সংক্রমিতের সংখ্যা পৌঁছেছে ৪০০৯-এ। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১,৪৮৬ জন।মৃতের সংখ্যা বেড়ে হয়েছেয ২১১। করোনা পরিস্থিতির লাইভ আপডেট:

Advertisement


দুপুর ১২.২০: অভিনেতা কিরণ কুমারের  তৃতীয় পরীক্ষাতেও করোনা নেগেটিভ।
দুপুর ১২.০০:  ২০২২ সালে পর্যন্ত পিছিয়ে যেতে পারে টি-২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এ নিয়ে বৈঠকে বসছে আইসিসি।

সকাল ১১.৪০: দুর্গাপুরের সনকা কোভিড হাসপাতাল থেকে ১৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তাঁদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের সাতজন, পশ্চিম বর্ধমানের ১০ জন ও বাঁকুড়ার একজন।

সকাল ১১.২০: মহারাষ্ট্রে আরও ৭৫ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত।
সকাল ১০.৪০:  ৩১ মে-র পর কর্ণাটকের সমস্ত মন্দির, মসজিদ, গির্জা খুলে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

সকাল ১০.৩০: বাড়তে চলেছে করোনা পরীক্ষার খরচ।আরটি পিসিআর পরীক্ষার খরচ বাড়তে পারে। এনিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল আইসিএমআর। বেসরকারি ল্যাবগুলির সঙ্গে কথা বলে এই মূল্য ধার্য করতে পরামর্শ দিয়েছে তাঁরা।

সকাল ১০.২০ : পরীক্ষা শুরু হতেই এক লাফে গ্রিন জোনে থাকা বাঁকুড়ায় ১২ জনের শরীরে ধরা পরল করোনার সংক্রমণ।

সকাল ৯.১০: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত আরও ৬৩৮৭ জন। ফলে দেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৫১,৭৬৭ জন। একই সময় মৃত্যু হল ১৭০ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৩৭ জন।

সকাল ৯.০০: ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড গড়ল ব্রাজিল। একদিনে সে দেশে ১০৩৯ জনের মৃত্যু হয়েছে। ফলে সে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪,৫১২।

সকাল ৮.৩০ : ২০৬ ট্রেনে, বাস ও বিমানে আসছেন পরিযায়ী শ্রমিকরা, সতর্কতামূলক প্রস্তুতি রাজ্যের।

সকাল ৮.১৫ : আমেরিকায় গত ২৪ ঘণ্টায় ৭০০ জন আক্রান্তের মৃত্যু হয়েছে।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮,৮৭৫। আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ।

সকাল ৮.১০: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞের সঙ্গে আজ কথা বলবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

সকাল ৮.০৫: দিল্লি-লুধিয়ানা বিমানের এক যাত্রী করোনা আক্রান্ত। বিমানের কর্মী-সহ বাকি যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠানো হল।

সকাল ৮.০০: টানা ৬৪ দিনের লড়াইয়ে ইতি। করোনার থাবা গ্রিন জোন পুরুলিয়াতে।মহারাষ্ট্র থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের দেহে মিলল করোনার জীবাণু। 

The post করোনা LIVE UPDATE: দুর্গাপুরের কোভিড হাসপাতালের সাফল্য, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৮ জন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement