shono
Advertisement

করোনা LIVE UPDATE: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে খুলছে বেলুড় মঠ

জানেন কবে থেকে খুলবে বেলুড় মঠ? The post করোনা LIVE UPDATE: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে খুলছে বেলুড় মঠ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:22 AM Jun 11, 2020Updated: 03:13 PM Jun 11, 2020

আনলক ওয়ানে চলছে জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা। তবে দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২, ৮৬, ৫৭৯। মৃত্যু হয়েছে ৮,১০২ জনের। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,২৯৮জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩২ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

বিকেল ৩.০৭: সোমবার থেকে বেলুড় মঠ খুলছে। ১০ জন মন্দিরে ঢুকতে পারবেন। তবে ভিতরে বসে ধ্যান করা যাবে না। ফুল-মিষ্টি নিয়ে ঢোকা চলবে না। 

দুপুর ২.৫০: করোনার জেরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ২৪৯ জন সাজাপ্রাপ্ত বন্দিকে প্যারলে মুক্তি দেওয়া হয়েছে। ৫৮৬ জন বিচারাধীন বন্দিকে জামিন দেওয়া হয়েছে।

দুপুর ১.২০: কেরলে বাড়ছে সংক্রমণ। তাই শবরীমালা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুপুর ১২.৫৮: হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত।

দুপুর ১২.১৪: করোনায় আক্রান্ত এনআরএসের এক চিকিৎসক। বুধবার রাতেই তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তখনই হাসপাতালের তরফে তাঁকে বেলেঘাটা আইডিতে ভরতি করার কথা বলা হয়। কিন্তু রাজি হননি সেই চিকিৎসক। বৃহস্পতিবার সকালে পরিস্থিত খারাপ হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডিতেই ভরতি হতে হল তাঁকে।

বেলা ১১.২০: ৫৪০ সিআরপিএফ কর্মী করোনা আক্রান্ত।

সকাল ১০.৪০: সেপ্টেম্বরের শেষে আমেরিকায় মৃত্যুর সংখ্যা দুলক্ষ টপকে যেতে পারে, মনে করছেন বিশেষজ্ঞরা।

সকাল ৯.৪৩ : গত ২৪ ঘণ্টায় দেশে ৯,৯৯৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের।


সকাল ৯.৪০: মেক্সিকোতে মৃত্যু ছাড়াল ১৫ হাজারের গন্ডি।
সকাল ৯.৩৫: দীর্ঘ আড়াই মাস পর আজ থেকে খুলছে দীঘার হোটেলগুলি।
সকাল ৯.৩০: সোনু সুদের পর এবার অমিতাভ বচ্চন। মুম্বইয়ে আটকে থাকা উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের জন্য চারটি বিমানের ব্যবস্থা করলেন  বিগ বি।

সকাল ৯.২০: দিল্লির কাটুরবা হাসপাতালে রেসিডেন্ট ডাক্তারদের গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি।গত তিন মাস ধরে তাঁরা বেতন পায়নি বলে অভিযোগ। বেতন ছাড়া আর একদিন কাজ করতে তাঁরা রাজি নয় বলে জানিয়েছেন।

সকাল ৮.৩০: রাষ্ট্রসংঘের সদর দপ্তর খুলবে তিন ধাপে। গত মার্চ থেকে বন্ধ ছিল এই দপ্তর।
সকাল ৮.২০: বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ লক্ষ ১৮ হাজার।
সকাল ৮.১০: করোনা পরিস্থিতিতে ভারতে কর আদায়ের ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ কোটি টাকার ক্ষতি হতে পারে।

সকাল ৮.০০: দিল্লিতে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।

The post করোনা LIVE UPDATE: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে খুলছে বেলুড় মঠ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement