দেশে আনলক ওয়ান পর্বের মধ্যেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে উদ্বেগ বাড়ছে সকলেরই। এখনও পর্যন্ত দেশে ৫লক্ষ ৮হাজার ৯৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫হাজার ৬৮৫জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৪৮ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০৬ জনের। এই পরিস্থিতিতে আগামী ১২ আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা বাতিল করেছে রেল মন্ত্রক। যদিও বিশেষ ট্রেন যেমন চলছিল, তেমনই চলবে। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
বিকেল ৪.৩০: বিধাননগর সাইবার পুলিশ স্টেশনের ৫ জন কর্মীর শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।
দুপুর ৩.৫০: করোনা চিকিৎসায় কেন্দ্র স্বল্পমূল্যের স্টেরয়েড ডেক্সামিথাসোন ব্যবহারের অনুমতি দিল।
দুপুর ৩.৩০: সংক্রমণের জেরে মিরিকে এক সপ্তাহের জন্য লকডাউন জারি মহকুমা প্রশাসনের। আগামী শুক্রবার পর্যন্ত চলবে লকডাউন।
দুপুর ২.৩০: প্রতি রবিবার করে কেরলে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
দুপুর ২. ০০: দেশের প্রায় ৩ লক্ষ মানুষ করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এপর্যন্ত দেশে সুস্থতার হার ৫৮ শতাংশ।
দুপুর ১. ৩০: ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে ৭৯৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।
বেলা ১২. ৪৫: দিল্লির কোভিড রোগীদের জন্য় ৪ হাজার অক্সিজেনের মাত্রা বৃদ্ধির যন্ত্র আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বেলা ১২. ০৭: ২৪ ঘণ্টায় রাজস্থানে ১২৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।
বেলা ১১. ৪৫: চিনের করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ধাপে ট্রায়াল শুরু হওয়ার সম্ভাবনা বাংলাদেশে।
বেলা ১১. ৩৫: করোনা আবহেই কর্নাটকে ভূমি পুজো করে কেম্পেগৌড়ার মূর্তি নির্মাণের সূচনা করলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।
বেলা ১১. ২৫: দিল্লির ১২ টি ল্যাবে ৪.৭ লক্ষ আরটি পিসিআর টেস্ট কিট পাঠায় আইসিএমআর।
বেলা ১১. ০৫: কর্নাটকের কালাবুরাগিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সার্টিফিকেট দিতে স্কুলে ডাকা হয়। স্কুলে প্রবেশের আগে প্রতিটি পড়ুয়ার থার্মাল স্ক্রিনিং করা হয়।
সকাল ১০. ২০: সংক্রমণ রোধে দিল্লিতে শনিবার থেকে গণ-নমুনা পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।
সকাল ৯. ১০: ২৪ ঘণ্টায় দেশে ১৮,৫৫২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৩৮৪ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫ হাজার ৬৮৫ জন।
সকাল ৮. ৪০: বন্দে ভারত মিশনে একটি বিশেষ বিমানে প্যারিস থেকে কেরলে ফিরলেন বিদেশে আটকে থাকা ভারতীয়রা।
সকাল ৮: ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার রাতেই মোট আক্রান্তের সংখ্যা পেরোল ৫ লাখের গণ্ডি।
The post করোনা LIVE UPDATE: সংক্রমণের জের, মিরিকে সাত দিনের লকডাউনের ঘোষণা appeared first on Sangbad Pratidin.
